

১ টি চার দিনের ম্যাচ ও ৫ টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সফরের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তানের জুনিয়রস সিলেকশন কমিটি।
১২ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে দল, ১৬ থেকে ১৮ এপ্রিল সিলেটে অনুশীলন শেষে সেখানেই চারদিনের ম্যাচ ও ৩ টি ওয়ানডে খেলবে সফরকারীরা। শেষ দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
স্কোয়াডে সুযোগ পাওয়া ২০ জনের ৬ জন (আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, ফাহাদ মুনির, কাসিম আকরাম, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ ও তাহির হুসাইন) খেলেছেন ২০২০ সালের অনূর্ধ-১৯ বিশ্বকাপে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
১২ তারিখ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবার আগে লাহোরে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা খেলবে ২ টি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ ও ১ টি তিন দিনের প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড-
ব্যাটসম্যান- আব্বাস আলি, আব্দুল ফাসিহ, আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, কাসিম আকরাম ও রিজওয়ান মেহমুদ
উইকেটরক্ষক- হাসিবউল্লাহ ও রাজা উল মুস্তফা
স্পিনার- আলিয়ান মেহমুদ, আলি আফসান্দ, আরহাম নওয়াব ও ফয়সাল আকরাম
ফাস্ট বোলার- আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হুসাইন ও জিশান জামির।
দলের সাথে সাপোর্ট স্টাফ যারা আসবেন-
ইজাজ আহমেদ (প্রধান কোচ ও ম্যানেজার), ইমরানউল্লাহ (ট্রেনার), রাও ইফতিখার (বোলিং কোচ), মোহতাশিম রাশিদ (ফিল্ডিং কোচ), হাফিজ নাইম (ফিজিওথেরাপিস্ট), অবসরপ্রাপ্ত কর্নেল সাফদার সাইদ (সিকিউরিটি ম্যানেজার), ফয়সাল রাই (অ্যানালিস্ট) ও এমাদ আহমেদ হামিদ (মিডিয়া ম্যানেজার)।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরের সূচিঃ
ঢাকার উদ্দেশ্যে রওয়ানা- ১২ এপ্রিল
ট্রেনিং- ১৬-১৮ এপ্রিল, সিলেট
একমাত্র ৪ দিনের ম্যাচ- ১৯-২২ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
১ম ওয়ানডে- ২৬ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
২য় ওয়ানডে- ২৮ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৩য় ওয়ানডে- ৩০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
৪র্থ ওয়ানডে- ৩ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৫ম ওয়ানডে- ৫ মে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা- ৬ মে।
Pakistan U19 to tour Bangladesh next month
More: https://t.co/wMXZQ4q6Sc#PakistanFutureStars | #HarHaalMainCricket pic.twitter.com/bWM0pTCd96
— PCB Media (@TheRealPCBMedia) March 27, 2021