

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সামনে রেখে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে যোগ দিতে আজ (২৭ মার্চ) দেশ ছেড়েছেন সাকিব আল হাসান।
সকাল পৌনে ১০ টার একটি ফ্লাইটে কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন টাইগার অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
তিনি বলেন, ‘ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ পৌনে ১০টায় সাকিব কোলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।’
আইপিএল সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে গত ২২ মার্চ রাতে নানা বিতর্কের মাঝেই দেশে ফেরেন সাকিব। বিসিবি পরিচালকদের নিয়ে সমালোচনা করে বিতর্কের সৃষ্টি হওয়া সত্বেও ২৪ মার্চ নিজের জন্মদিনে মিরপুরে অনুশীলন করেন সাকিব।
পরদিন নিজের ক্রিকেট একাডেমি মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতেও করেন অনুশীলন। সেখানে একাডেমির ছাত্রদের সাথে সময়ও কাটান টাইগার অলরাউন্ডার। গতকাল দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন সাকিব।
View this post on Instagram
আজ ভারতে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। এরপরই যোগ দিবেন দলের অনুশীলনে। ৯ এপ্রিল শুরু হবে এবারের আইপিএল।