

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে এসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশে এসে প্রথমদিনে বেশ কিছু সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।
কমিউনিটির নেতা (সংখ্যালঘুদের প্রতিনিধি সহ), মুক্তিযোদ্ধা, ভারতের বন্ধু ও তরুণ আইকনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। নিউজ এজেন্সি এএনআইকে জানিয়েছে ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স (এমইএ)।
করোনা পরবর্তী সময়ে এই প্রথম কোন বাইরের দেশে গেছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। ঢাকা পৌছে আগে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন দেওয়াদের প্রতি সম্মান জানাতে।
জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। তাঁদের সংগ্রাম এবং ত্যাগ অনুপ্রেরণাদায়ী। তাঁরা ন্যায়ের পালন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। pic.twitter.com/COxDX75dMr
— Narendra Modi (@narendramodi) March 26, 2021
বাংলাদেশের তরুণ আইকনদের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, জাহানারা আলম, সালমা খাতুনরা।
Dhaka: Prime Minister Narendra Modi meets the young achievers of Bangladesh pic.twitter.com/4Wi5KgcONS
— ANI (@ANI) March 26, 2021
নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ শেষে সাকিব আল হাসান বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে খুবই গর্বিত। আমি মনে করি তার এই ভ্রমণ (বাংলাদেশে) দুই দেশের জন্য উপকারী হবে। তিনি ভারতের পক্ষে যে নেতৃত্বগুণ দেখিয়েছেন তা অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের নির্মাণে সাহায্য চলমান রাখবেন। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরো ভাল হবে।’
Really honoured to meet PM Modi. I think his visit will be fruitful for both countries. Leadership he had shown for India is tremendous. I hope he’ll continue to help grow India in future & our relation with India will get better day by day: Bangladesh cricketer Shakib Al Hasan pic.twitter.com/zb16NnUmha
— ANI (@ANI) March 26, 2021