

দীর্ঘদিন পর ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কে সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমে সূত্রের বরাত দিয়ে এটি নিশ্চিত করা হয়েছে।
পিসিবির একজন অফিসিয়াল ডেইলি জাংকে (পাকিস্তানি পত্রিকা) জানান,
‘আমাদেরকে প্রস্তুত হতে বলা হয়েছে’
পিসিবি চেয়ারম্যান এহসান মানি অবশ্য এখনও কোন কিছু নিশ্চিত করেননি। সূত্র থেকে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেটের টানা সূচি সত্ত্বেও দুই দলই ৬ দিনের সময় নিয়ে সিরিজ খেলবে।
২০১৯ এর বিশ্বকাপে দুই দল শেষবার পরস্পরের মুখোমুখি হয়েছিল। ২০১২-১৩ তে শেষবার দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। ভারতে সংক্ষিপ্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান দল।
পিসিবি আশা করছে ২০২৩ এশিয়া কাপ আয়োজনের সুবাদে পাকিস্তান সফর করবে ভারত। পিসিবির চেয়ারম্যান এহসান মানির মতে ভারতের আগমন পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় চমক হবে। এছাড়াও ২০২১ সালের সংস্করণে মহাদেশীয় টুর্নামেন্টটি তাক লাগাবে বলে অভিমত দিয়েছেন এহসান মানি।
জাং পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মানি বলেন, ‘শ্রীলঙ্কায় এ বছরের এশিয়া কাপ ধরে রাখা সম্ভব হচ্ছে না। জুনে খুবই কম সময় রয়েছে। তবে ঐ সময়ে পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এছাড়াও ভারত তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে। ইংল্যান্ডে ফাইনালের আগে তারা দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকবে। তাই ভারত বেশ ব্যস্ত থাকবে।’
‘এশিয়া কাপের মধ্য দিয়ে সহযোগী দেশগুলোও উপকৃত হবে। দলগুলোর মূল একাদশ নিয়েই আমরা টুর্নামেন্ট আয়োজন করতে চাই।’
সম্প্রতি কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফর করেছে। তবে গত ২০ বছরে পাকিস্তানে আসেনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর আক্রমণের পর এতদিন কোন আন্তর্জাতিক দলের আগমন ঘটেনি পাকিস্তানে।