

টাইগারদের জন্য নিউজিল্যান্ড সফরটা শুরু হয়েছিল বড় পরাজয় দিয়ে। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ১৭২ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চে সিরিজে টিকে থাকার লড়াইয়ে তামিম ইকবালের দল হেরেছিল ৫ উইকেটে। আজ শেষ ওয়ানডেতে ওয়েলিংটনে মুখোমুখি হয়েছে দুই দল।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
এদিন নিউজিল্যান্ড ও বাংলাদেশ দলে এসেছে একটি করে পরিবর্তন। রস টেইলর ফিরেছেন উইল ইয়াংয়ের জায়গায়। মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন, একাদশে ঢুকেছেন অভিজ্ঞ রুবেল হোসেন।
Coin up at the @BasinReserve and it has fallen @Tomlatham2‘s way. He’s opted to bat first. Ross Taylor in for Will Young the only change to the XI. Follow play from Wellington LIVE in NZ with @sparknzsport and @magictalkradio #NZvBAN pic.twitter.com/CnLXsx9JL9
— BLACKCAPS (@BLACKCAPS) March 25, 2021
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
নিউজিল্যান্ড একাদশঃ
মার্টিন গাপটিল, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, কাইল জেমিসন,ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
View this post on Instagram