

বাংলাদেশ সফরে এসে জয়টা এখন অব্দি অধরাই রইল আয়ারল্যান্ড উলভস দলের। একমাত্র চারদিনের ম্যাচে পরাজয়ের পর ওয়ানডে (আন অফিসিয়াল) সিরিজে ৪-০ ব্যবধানে হারল হ্যারি টেক্টরের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে টসে জিতে আগে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড উলভস দলপতি হ্যারি টেক্টর।
মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ার সেরা ইনিংস (১৩৫ বলে ১২৩), আনিসুল ইসলাম ইমনের ৩১ বলে ৪১ ও শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৩ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬০ রান জমা করে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।
View this post on Instagram
২৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় আয়ারল্যান্ড উলভস। ৪ বল মোকাবেলা করে রানের খাতা খুলতে না পারা জেরেমি ল’লর ফেরেন শফিকুল ইসলামের বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে ক্যাচ দিয়ে।
দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য বল নিজেদের কোর্টে নিয়ে আসেন স্টিফেন ডোহানি ও মার্ক অ্যাডায়ার। দুজন মিলে ১৮.১ ওভারে যোগ করেন ৯৭ রান। ৬৩ বলে ৭ চারে ৪৫ রান করা মার্ক অ্যাডায়ারকে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক সাইফ হাসান।
চারে নামা অধিনায়ক হ্যারি টেক্টর ফিরেছেন দ্রুত। ৬ রান করা টেক্টরকে রেজাউর রহমান রাজার ক্যাচ বানিয়ে ফেরান তানভীর ইসলাম।
শেন গেটকেট (১২) ও লরকান টাকারকে (১৭) নিজের দ্বিতীয় ও তৃতীয় শিকারে পরিণত করেন সাইফ হাসান। এই দুজনের মাঝে আউট হন স্বাগতিকদের গলার কাটা হয়ে থাকা স্টিফেন ডোহানি। ৯৯ বলে ৯ চার ও ১ ছয়ে ৮১ রান করা ডোহানিকে ফেরান শামীম হোসেন পাটোয়ারী।
শেষদিকে নেইল রক (১৫), রুহান প্রিটোরিয়াস (১০) ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তবে শেষ অব্দি হাসি নিয়েই মাঠ ছাড়ে সাইফ হাসানের দল। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের দরকার ছিল ১ উইকেট, আয়ারল্যান্ড উলভসের দরকার ছিল ১১ রান। রেজাউর রহমান রাজার করা শেষ ওভার থেকে আসে কেবল ৫ রান।
৫ রানের জয় নিয়ে সিরিজ ৪-০ তে জিতল স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ইমার্জিং দল ২৬০/১০ (৪৯.৪), সাইফ ৩, আনিসুল ৪১, জয় ১২৩, হৃদয় ২০, দিপু ১৩, শামীম ১১, অঙ্কন ৩৩, বিপ্লব ৩, রাজা ৪*, শফিকুল ১, তানভীর ০; চেজ ৭-১-৪৪-১, অ্যাডায়ার ৫.৪-১-২৭-৩, ডেলানি ১০-০-৬৩-১, প্রিটোরিয়াস ১০-০-৫১-২, টেক্টর ১০-০-৩৭-২।
আয়ারল্যান্ড উলভস ২৫৫/৯ (৫০), ল’লর ০, ডোহানি ৮১, অ্যাডায়ার ৪৫, টেক্টর ৬, গেটকেট ১২, টাকার ১৭, রক ৩৫, ডেলানি ৭, প্রিটোরিয়াস ১০, হোয়াইট ৬*, চেজ ১০*; রাজা ৬-০-২২-১, শফিকুল ৭-০-৫৭-২, তানভীর ১০-০-৩৯-২, সাইফ ১০-১-৩১-৩, শামীম ৭-০-৩৮-১
ফলাফলঃ বাংলাদেশ ইমার্জিং দল ৫ রানে ম্যাচ জয়ী, ৪-০ ব্যবধানে সিরিজ জয়ী
ম্যাচসেরাঃ মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ ইমার্জিং দল)।