বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ নিয়োগ পেলেন আইপিএলে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ নিয়োগ পেলেন আইপিএলে
Vinkmag ad

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র‍্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। অনিল কুম্বলে, অ্যান্ডি ফ্লাওয়ার, ওয়াসিম জাফর, জন্টি রোডসদের সঙ্গে পাঞ্জাবের কোচিং প্যানেলে থাকবেন অভিজ্ঞ বোলিং কোচ রাইট।

৮ বিদেশি ও ১৭ দেশি ক্রিকেটার নিয়ে মোট ২৫ জনের স্কোয়াড সাজিয়েছে পাঞ্জাব কিংস। দলটির অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় আছেন লোকেশ রাহুল। দলের প্রধান কোচ ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।

এছাড়া সহকারী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর এবং ফিল্ডিং কোচ জন্টি রোডসের সঙ্গে এবার পাঞ্চাবের কোচিং প্যানেলে যুক্ত করা হল বোলিং কোচ ড্যামিয়েন রাইটকে। এবারের আইপিএল জাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, ক্রিস জর্ডানদের সামনে থেকে বোলিং পরামর্শ দিবেন এই কোচ।

জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি রাইট। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া দল তাসমানিয়া, ভিক্টোরিয়া এবং ইংল্যান্ডের কাউন্টি ক্লাবে অনেক দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৩টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ৩ হাজার ৮২৪ রান এবং বল হাতে ৪০৬ উইকেট নেন এই অলরাউন্ডার।

২০১১ সালে মাঠের ক্রিকেটকে বিদায় জানান ড্যামিয়েন রাইট। এরপর নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার ক্লাব হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ, ক্রিকেট তাসমানিয়ার জৈষ্ঠ সহকারী কোচ, ক্রিকেট ভিক্টোরিয়ার বোলিং কোচ ও বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের সহকারী বোলিং কোচের দায়িত্ব পালন করেন এই ক্রিকেটার।

২০১৮ সালের যুব বিশ্বকাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাইট।

আগামী ১২ এপ্রিল মুম্বাইয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব কিংস।

২০২১ আইপিএলে পাঞ্জাব কিংসের স্কোয়াডঃ

লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), হারপ্রীত ব্রার, ইশান পোরেল, উৎকর্ষ সিং, ময়েসেস হেনরিকস (অস্ট্রেলিয়া), জাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া), মন্দ্বীপ সিং, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), দীপক হুদা, রবি বিষ্ণয়, রাইলি মেরেডিথ (অস্ট্রেলিয়া), আর্শদ্বীপ সিং, সরফরাজ খান, মায়াঙ্ক আগারওয়াল, মোহাম্মদ শামি, দর্শন নালকান্ডে, শাহরুখ খান, নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুরুগান অশ্বিন, ডেভিড মালান (ইংল্যান্ড), প্রভসিমরান সিং, সৌরভ কুমার ও জালাজ সাক্সেনা।

৯৭ ডেস্ক

Read Previous

যে কারণে পিছিয়ে যাচ্ছে পরবর্তী বিপিএলের সময়সূচি

Read Next

জাতীয় দলের খেলোয়াড়দের পেতে দুই স্লটে ডিপিএল

Total
7
Share