সুমন খানের দাপুটে বোলিং, অল্পতেই গুটিয়ে গেল উলভসরা

সুমন খানের দাপুটে বোলিং, অল্পতেই গুটিয়ে গেল উলভসরা
Vinkmag ad

চট্টগ্রামে ম্যাচ হারলেও আগে ব্যাট করে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ভালো সংগ্রহই পেয়েছিল আয়ারল্যান্ড উলভস। তবে মিরপুরে ফিরে আজ (১২ মার্চ) আগে ব্যাট করে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে সফরকারী আইরিশরা। সুমন খান, মুকিদুল ইসলামদের পেসের সাথে রাকিবুলের স্পিন ঘূর্ণিতে ১৮২ রানেই অলআউট হ্যারি টেক্টরের দল।

টস জিতে আয়ারল্যান্ড উলভসকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশ ইমার্জিং অধিনায়ক সাইফ হাসান। মার্কা অ্যাডায়ারের ৪০ রানের পর ১১২ রানে ৭ উইকেট হারানো আয়ারল্যান্ড উলভসকে ১৮২ রানের পুঁজি এনে দেয় রুহান প্রিটোরিয়াস ও গ্রাহাম হিউমের দুইটি ছোট তবে কার্যকরী ইনিংস।

আগের দুই ম্যাচের ওপেনিং জুটিতে এদিন পরিবর্তন আনে আইরিশরা। জেমস ম্যাককুলাম ও রুহান প্রিটোরিয়াসের পরিবর্তে আজ ইনিংসের গোড়াপত্তন করেন স্টিফেন ডোহানি ও জেরেমি ল’লর। তবে জুটি স্থায়ী হয়নি ৪.২ ওভারের বেশি, তাতে স্কোরবোর্ডে উঠে ১৪ রান। সুমন খানের বলে ল’লর (১৬) ক্যাচ দেন উইকেটের পেছনে আকবর আলিকে।

ডোহানিকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ২৬ রান যোগ করে প্রতিরোধের চেষ্টা মার্ক অ্যাডায়ারের। মুকিদুল ইসলাম মুগ্ধের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ডোহানিও (১১)। মার্ক অ্যাডায়ার চেষ্টা চালিয়ে গেলেও দ্রুত ফিরেছেন অধিনায়ক হ্যারি টেক্টর (০) ও কুর্টিস ক্যাম্ফার (৫)। দুজনকে ফিরিয়ে আইরিশদের ৪ উইকেটে ৫৪ রানে পরিণত করেন সুমন খান।

সেখান থেকে ৪৬ রানের জুটিতে লরকান টাকারকে নিয়ে আরও একবার বিপর্যয় সামালের চেষ্টা মার্ক অ্যডায়ারের। দলীয় ঠিক ১০০ রানে মার্ক অ্যাডায়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ৪৯ বলে ৫ চার ১ ছক্কায় ৪০ রান আসে মার্ক অ্যাডায়ারের ব্যাট থেকে। এক রানের ব্যবধানে টাকারও (২৪) ফিরেছেন রাকিবুলের শিকার হয়ে, ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

১১২ রানে ৭ উইকেট হারানো আয়ারল্যান্ড উলভসকে ১৮২ রানের পুঁজি এনে দেয় ৮ম উইকেটে রুহান প্রিটোরিয়াস ও গ্রাহাম হিউমের ৫৭ রানের জুটি। সাইফ হাসানের বলে রিশাদ হোসেনকে ক্যাচ দেওয়ার আগে প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রান। ৪৫ বলে ৪ চারে ইনিংসটি সাজান প্রিটোরিয়াস।

তার বিদায়ের পর অবশ্য বেশিক্ষণ টিকেনি আইরিশদের ইনিংস। ৪৬.২ ওভার স্থায়ী ইনিংসের ইতি ঘটে সুমন খানের বলে পিটার চেজ (৬) বোল্ড বলে। ২৯ রানে অপরাজিত থাকেন হিউম।

বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার সুমন খানের। দুইটি করে উইকেট ঝুলিতে পোরেন সাইফ হাসান, রাকিবুল হাসান ও মুকিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):

আয়ারল্যান্ড উলভস ১৮২/১০ (৪৬.২), ল’লর ১৬, ডোহানি ১১, অ্যাডায়ার ৪০, টেক্টর ০, ক্যাম্ফার ৫, টাকার ২৪, ডেলানি ৬, প্রিটোরিয়াস ৩৫, হিউম ২৯*, হোয়াইট ২, চেজ ৬; মুগ্ধ ৯-১-২৯-২, সুমন ৮.২-২-৩১-৪, রাকিবুল ১০-০-৩৬-২, সাইফ ৫-০-২৫-২।

৯৭ প্রতিবেদক

Read Previous

গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড

Read Next

অপরাজিত চ্যাম্পিয়ন জাহানারা-সালমারা

Total
9
Share