গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড

গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড
Vinkmag ad

‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডে’ আউট করার জন্য শ্রীলঙ্কার ওপেনার ধানুশকা গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। বুধবার দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডেতে এ ঘটনাটি ঘটে। বিতর্কিত এ সিদ্ধান্তে আউট দেওয়ার জন্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটার, বিশ্লেষক, বিশেষজ্ঞ ও ফ্যানদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

গুনাথিলাকা জানান, ম্যাচ শেষে পোলার্ড তার কাছে ক্ষমা চেয়েছিলেন। ভিডিওতে পোলার্ড দেখতে পান গুনাথিলাকার কোন দোষ ছিল না।

‘সে ক্ষমা চেয়েছিল এবং সে আমাকে জানায় সে ঐ সময়টায় ভালোভাবে দেখতে পারেনি। পরে যখন সে ভিডিও দেখে, সে বুঝতে পারে আমার কোন দোষ ছিল না,’ গুনাথিলাকা বলেন।

ম্যাচ শেষে দুই খেলোয়াড়ের মধ্যকার বন্ধুত্বপূর্ণ কথাবার্তার কিছু ছবিও প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

ঘটনার সময় গুনাথিলাকা ৫৫ রান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাটিং করছিলেন। পোলার্ডের একটি বল মোকাবেলা করার পর কিছুদূর সামনে এগিয়ে যান। এরপর পাথুম নিশাঙ্কাকে নন স্ট্রাইক এন্ডে ফিরিয়ে দিয়ে নিজেও স্ট্রাইক এন্ডে চলে আসেন। পোলার্ড বল নিতে চেয়েছিলেন কিন্তু গুনাথিলাকার পায়ে লেগে বল অন্যত্র সরে যায়। এরপরই পোলার্ড সমস্বরে আবেদন করেন।

ক্রিকেটের ৩৭ নং আইনে বলা আছে, ‘কোন ব্যাটসম্যান যদি অপরপক্ষের ফিল্ডারদের ইচ্ছাকৃতভাবে বাধা দেয়, তবে সেই ব্যাটসম্যান আউট হবে।’

ভিডিওতে দেখা যায় গুনাথিলাকা ইচ্ছাকৃতভাবে পোলার্ডের কাছ থেকে বল দূরে সরিয়ে দেননি। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন ৩য় আম্পায়ারের কাছে আউটের সিদ্ধান্ত প্রেরণ করেন। ৩য় আম্পায়ার গুনাথিলাকাকে বিস্ময়করভাবে আউট দেন।

শ্রীলঙ্কার ক্রিকেটের পরিচালক টম মুডি এমন অদ্ভুতুড়ে সিদ্ধান্তে নিজেও বিস্মিত ও হতাশ হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, ‘আমার মনেই হয়নি সে ইচ্ছাকৃতভাবে এটা করেছে। আমি নিজেই আবেদন করতাম না।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এমন বিতর্কিত কাণ্ডের পরও ৮ উইকেটের জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ।

৯৭ ডেস্ক

Read Previous

হোল্ডারকে সরিয়ে উইন্ডিজের টেস্ট অধিনায়ক ব্র‍্যাথওয়েট

Read Next

সুমন খানের দাপুটে বোলিং, অল্পতেই গুটিয়ে গেল উলভসরা

Total
11
Share