হোল্ডারকে সরিয়ে উইন্ডিজের টেস্ট অধিনায়ক ব্র‍্যাথওয়েট

ওয়েস্ট ইন্ডিজ ক্রেইগ ব্র্যাথওয়েট এনক্রুমাহ বোনার রাখিম কর্নওয়াল
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনাকত্বে জেসন হোল্ডার অধ্যায়ের সমাপ্তি। এবার আর ভারপ্রাপ্ত নয়, উইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসাবে পূর্ণ দায়িত্ব পেলেন ব্যাটসম্যান ক্রেইগ ব্র‍্যাথওয়েট। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের সাফল্যেই ব্র‍্যাথওয়েটের কাঁধে আসল সম্মানের এক দায়িত্ব।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিওআই) আজ এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, জেসন হোল্ডারের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের ৩৭তম ও নতুন টেস্ট অধিনায়ক হলেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

দলের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার না থাকায় ক্রেইগ ব্র‍্যাথওয়েট মোট ৭টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ সফরেও নেতৃত্বভার পান ব্র্যাথওয়েট। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেস্ট সিরিজ জিতিয়েছেন তিনি। আর এই সাফল্যেই বড় সম্মান পেলেন ব্র‍্যাথওয়েট। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হবে ২১ মার্চ, এই ম্যাচ দিয়েই নতুন এক অধ্যায়ে প্রবেশ করবেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

ক্রেইগ ব্র্যাথওয়েট দায়িত্ব পেয়ে বেশ আনন্দিত। তার কণ্ঠে,

‘ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। আমি অত্যন্ত গর্বিত ও বিনীত বোধ করছি যে বোর্ড এবং নির্বাচকরা আমাকে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট সিরিজ জয় একটি দুর্দান্ত অর্জন ছিল এবং আমি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য সত্যিই মুখিয়ে আছি এবং এই দল ভবিষ্যতে কী অর্জন করতে পারে তা নিয়ে আমি আনন্দিত।’

ব্র‍্যাথওয়েটকে দায়িত্ব তুলে দিয়ে উইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক রজার হার্পার বলেছেন,

‘আমরা সকলেই বিশ্বাস করি যে এই সময়ে আমাদের টেস্টের নেতৃত্ব দেওয়ার জন্য ক্রেগই সঠিক ব্যক্তি এবং আমি আনন্দিত যে তিনি এই ভূমিকাটি গ্রহণ করেছেন। বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে ক্রেইগ তার খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়ে খেলতে সাহায্য করেন।’

বর্তমানে টেস্টের এক নম্বর অলরাউন্ডার জেসন হোল্ডার ২০১৫ সালে দিনেশ রামদিনের কাছ থেকে টেস্টের অধিনায়কের দায়িত্ব পান। তাঁর অধিনাকত্বে ৩৭টি টেস্ট খেলেছে উইন্ডিজ। ১১ জয়ের বিপরীতে ৫ ড্র ও ২১টি টেস্টে পরাজিত হয় জেসন হোল্ডারের দল।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস হোল্ডারের প্রতি শ্রদ্ধা জানান,

‘সিডব্লিওআইয়ের পক্ষ থেকে আমি জেসনকে আমাদের টেস্ট দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করার সময় দলকে যা দিয়েছিলেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই। তার সাড়ে পাঁচ বছরের মেয়াদকালে তিনি সর্বদা দেশের সর্বোচ্চ মূল্যবোধকে সমর্থন করে সম্মানের সাথে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের শীর্ষ টেস্ট অলরাউন্ডার তিনি, আমরা সকলেই বিশ্বাস করি যে জেসন এখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে আগামী কয়েক বছর ধরে খেলতে পারবে।’

৯৭ ডেস্ক

Read Previous

সিরিজের মাঝপথেই দেশে ফিরে গেলেন ম্যাথুস

Read Next

গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড

Total
8
Share