

বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছে শ্রীলঙ্কা ওয়ানডে দল, দলের সঙ্গে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। উইন্ডিজ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে, চলছে ওয়ানডে সিরিজ। তবে এই সিরিজের মাঝপথেই পারিবারিক কারণে ম্যাথুস ফিরে গেলেন নিজ দেশে।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় পরাজয়ে এমনিতেই সিরিজে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগেই লঙ্কানরা পেল আরও এক ধাক্কা। অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছাড়াই সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে হবে শ্রীলঙ্কাকে।
Angelo Mathews, who is currently touring the West Indies with the National Cricket Team, will return home.
The purpose of his return is to attend to a family matter.Mathews will depart West Indies today. #WIvSLhttps://t.co/YL9knm7zm5
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 11, 2021
গতকাল এক ঘোষণা দিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড- (এসএলসি) জানিয়েছে,
‘বর্তমানে জাতীয় ক্রিকেট দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফররত অ্যাঞ্জেলো ম্যাথুস দেশে ফিরবেন। তাঁর ফিরে আসার উদ্দেশ্য একটি পারিবারিক বিষয়ে অংশ নেওয়া। ম্যাথুস আজ ওয়েস্ট ইন্ডিজ ছাড়বেন।’
অ্যাঞ্জেলো ম্যাথুসের পরিবর্তে কাউকে নতুন করে ডাকা হয়নি। কারণ কোভিড-১৯ বিধিমালা ও কোয়ারেন্টাইন নিয়ম মেনে নতুন খেলোয়াড় দলের সঙ্গে যুক্ত করতে হলে লম্বা সময়ের প্রয়োজন। আর এর মধ্যেই সিরিজ শেষ হয়ে যাবে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।