

২ ম্যাচের টেস্ট সিরিজের ১ম ম্যাচে ২ দিনেই হেরেছিল আফগানিস্তানরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে এসে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ১ম ইনিংসে ইনিংস ঘোষণা করার আগে স্কোরবোর্ডে তারা জমা করেছে ৫৪৫ রান।
৩ উইকেটে ৩০৭ রান নিয়ে ১ম দিন শেষ করেছিল আফগানরা। অধিনায়ক আসগর আফগান সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছিলেন, অপেক্ষায় ছিলেন হাশমতউল্লাহ।
আজ দ্বিতীয় দিনে এসে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ২৭৬ বলে ১২ চারে ১০০ পূর্ণ করেন তিনি। আসগর আফগান অবশ্য রান তুলছিলেন ওয়ানডে স্টাইলে। দলের রান ৪০০ পূর্ণ হবার পর প্রথম আফগান ক্রিকেটার হিসাবে টেস্টে ১৫০ রনের গন্ডি পার করেন আসগর।
২৫৭ বলে ১৪ চার ও ২ ছয়ে ১৬৪ রান করে আউট হন তিনি। হাশমতউল্লাহ অবশ্য আসগরকে পেছনে ফেলেন। ধৈর্যশীল ব্যাটিংয়ে হয়ে যান প্রথম আফগান ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরির মালিক।
৪র্থ উইকেটে ৩০৭ রান যোগ করেন আসগর ও হাশমত। যা ৪র্থ উইকেটে ১৮ তম বার ৩০০+ রানের জুটি হবার নজির। ৩র্থ উইকেট তো বটেই আফগানদের ইতিহাসে ১ম বার হল ৩০০ এর বেশি রানের জুটি।
১৬০.৪ ওভারে ৪ উইকেটে ৫৪৫ রান তুলে ইনিংস ঘোষণা করে আফগানরা। ২০০ রান করে হাশমতউল্লাহ ও ৫৫ রান করে নাসির জামাল অপরাজিত থাকেন।
View this post on Instagram
২য় দিনে ১৭ ওভার ব্যাট করে এখনো কোন উইকেট না হারানো জিম্বাবুয়ে রান তুলেছে ৫০। যদিও এখনো আফগানদের চেয়ে তারা পিছিয়ে ৪৯৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
আফগানিস্তান ৫৪৫/৪ (১৬০.৪ ওভারে ইনিংস ঘোষণা), ইব্রাহিম ৭২, জাভেদ ৪, রহমত ২৩, হাশমতউল্লাহ ২০০*, আসগর ১৬৪, নাসির ৫৫*; নিয়াউচি ২৪-৪-১০২-১, সিকান্দার ৩১-৪-৭৯-১, বার্ল ২০-১-৬৯-১
জিম্বাবুয়ে ৫০/০ (১৭), ম্যাসভাউর ২৯*, কাসুজা ১৪*
জিম্বাবুয়ে ৪৯৫ রান পিছিয়ে।