স্থগিত হওয়া পিএসএল আসর আবার গড়াচ্ছে মাঠে

স্থগিত হওয়া পিএসএল আসর আবার গড়াচ্ছে মাঠে
Vinkmag ad

গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের পিএসএল। মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর ৬ খেলোয়াড়সহ মোট ৭ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্টে পজিটিভ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চলমান ৬ষ্ঠ আসর। আজ এক ঘোষণার মাধ্যমে পিসিবি নিশ্চিত করেছে, স্থগিত হওয়া আসর আগামী জুনে মাঠে গড়াবে করাচিতে। 

পিএসএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসে পিসিবি। তাদের সঙ্গে পরামর্শ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে (পিসিবি) ঘোষণা এসেছে স্থগিত হওয়া লিগ আবারও মাঠে গড়াবে চলতি বছরের জুনে। এবং সার্বিক কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনায় মাত্র এক ভেন্যু- করাচিতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,

‘মার্চ/এপ্রিল এবং আগস্ট/সেপ্টেম্বরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক সিরিজ থাকার কারণে জুন মাসই সবচেয়ে পছন্দের এবং ব্যবহারিক সময় পিএসএলের জন্যে।’

পিএসএলের এবারের আসরে সূচিতে থাকা ৩৪ ম্যাচের ১৪টি শেষ হয়েছে। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে পিএসএল ৬ষ্ঠ আসরের বাকি ২০ ম্যাচের সবগুলোই হবে করাচিতে।

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে অভিজ্ঞরাই পাচ্ছেন মূল্যায়ণ

Read Next

হাশমতউল্লাহ-আসগরের রেকর্ড জুটিতে পিষ্ট জিম্বাবুয়ে

Total
15
Share