

গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের পিএসএল। মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর ৬ খেলোয়াড়সহ মোট ৭ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) টেস্টে পজিটিভ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চলমান ৬ষ্ঠ আসর। আজ এক ঘোষণার মাধ্যমে পিসিবি নিশ্চিত করেছে, স্থগিত হওয়া আসর আগামী জুনে মাঠে গড়াবে করাচিতে।
পিএসএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসে পিসিবি। তাদের সঙ্গে পরামর্শ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে (পিসিবি) ঘোষণা এসেছে স্থগিত হওয়া লিগ আবারও মাঠে গড়াবে চলতি বছরের জুনে। এবং সার্বিক কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনায় মাত্র এক ভেন্যু- করাচিতে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
📰: PCB targets June window for remaining HBL PSL 6 matcheshttps://t.co/bpcWIwzMUx#HBLPSL6
— PakistanSuperLeague (@thePSLt20) March 11, 2021
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ বৃহস্পতিবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
‘মার্চ/এপ্রিল এবং আগস্ট/সেপ্টেম্বরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক সিরিজ থাকার কারণে জুন মাসই সবচেয়ে পছন্দের এবং ব্যবহারিক সময় পিএসএলের জন্যে।’
পিএসএলের এবারের আসরে সূচিতে থাকা ৩৪ ম্যাচের ১৪টি শেষ হয়েছে। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে পিএসএল ৬ষ্ঠ আসরের বাকি ২০ ম্যাচের সবগুলোই হবে করাচিতে।