শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে অভিজ্ঞরাই পাচ্ছেন মূল্যায়ণ

রাসেল ডোমিঙ্গো মিনহাজুল আবেদিন নান্নু
Vinkmag ad

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে ফিরতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট। চলতি মাসেই মাঠে গড়াতে যাওয়া এনসিএল নিয়ে আজ (১১ মার্চ) বৈঠক করে দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা ও জাতীয় দলের প্রধান নির্বাচক। ২২ মার্চ টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ধরে আজ প্রতিটি দলের জন্য ১৮ সদস্যের স্কোয়াড তৈরি সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন শ্রীলঙ্কা সফরে অভিজ্ঞদেরই অগ্রাধিকার দেয়া হবে, তবে এনসিলে ভালো করলেও বিবেচিত হওয়ার সুযোগ থাকবে।

করোনা মহামারীর প্রভাব পেছনে ফেলে এক বছরের বেশি সময় পর ফিরতে যাচ্ছে দেশের নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট। সাদা পোশাক আর লাল বলের লঙ্গার ভার্সন এনসিএল দিয়ে শুরু হচ্ছে মৌসুম। টুর্নামেন্ট শুরুর আগেই টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে দলগুলোর ক্রিকেটারদের।

আজ বৈঠক শেষে মিরপুরে সাংবাদিকদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা দলগুলো তৈরি করতে অধিনায়ক ও কোচের সঙ্গে বসেছি। আমরা ৮টা ডিভিশনের সঙ্গে বসেছি এবং মোটামুটি ১৮ জন করে দল তৈরি করে দিয়েছি। ২২ তারিখ একটা দেওয়া আছে (টুর্নামেন্ট শুরুর)। এখন টিকা কবে নেয় সেটার ওপর নির্ভর করছে। আমরা আমাদের কাজ এগিয়ে রেখেছি। দলগুলো প্রায় প্রস্তুত করে দিয়েছি যেন অনুশীলন শুরু করে দিতে পারে।’

এনসিএলের মাঝপথেই শ্রীলঙ্কা সফরে যাবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছে লঙ্কা সফরের দল গঠনে অগ্রাধিকার পাবে অভিজ্ঞরা।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটটা এমন একটা খেলা যেখানে অভিজ্ঞতার মূল্যায়ন গুরুত্বপূর্ণ। তবে এনসিএলে যারা ভালো করবে অবশ্যই বিবেচনায় আসবে।’

প্রধান নির্বাচক বলছেন টেস্ট ক্রিকেটে ভালো করতে ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটে সব ধরণের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত বিসিবি।

তিনি বলেন, ‘অবশ্যই দীর্ঘ পরিসরের ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। কারণ এটার ওপর নির্ভর করে ক্রিকেটের ভিত্তিটা। এখানে আমরা যত বেশি ভালো, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারব, টেস্ট ক্রিকেটে আমরা ততো ভালো করব। অবশ্যই আমরা নজর রাখছি। সবকিছু, সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমরা যেন সেরা ক্রিকেটটা বের করে আনতে পারি।’

এদিকে লম্বা সময় বিরতি পড়াতে মিনহাজুল আবেদিন নান্নুর বিশ্বাস এনসিএলে ভালো উইকেট পাওয়া যাবে, ‘যেহেতু এক বছর কোনো ঘরোয়া ক্রিকেট হয়নি, সব মাঠেই কিন্তু নতুন করে খেলা শুরু হচ্ছে। সেই হিসেবে আমরা অবশ্যই ভালো উইকেট চাচ্ছি। আশা করছি যে ভালো উইকেট পাব। এটাই প্রত্যাশা করছি।’

‘এনসিএলের চারটি ভেন্যু থেকে। আশা করছি অন্তত দুটো ভেন্যুতে দুই রকমের খেলা হবে। যেন একটা দল দুই ভেন্যুতে দুই রকম উইকেট পায়। সবাই যেন সব ধরনের উইকেটে অভ্যস্ত হয়। যেহেতু উইকেট গুলো একদম ফ্রেশ পাচ্ছি, এক বছর খেলা হয়নি। আশা করছি চ্যালেঞ্জিং উইকেটই পাব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ইশ সোধি, অ্যাশটন অ্যাগারের পথে হাঁটবে মিরাজ, বিশ্বাস ভেট্টোরির

Read Next

স্থগিত হওয়া পিএসএল আসর আবার গড়াচ্ছে মাঠে

Total
11
Share