ইশ সোধি, অ্যাশটন অ্যাগারের পথে হাঁটবে মিরাজ, বিশ্বাস ভেট্টোরির

ইশ সোধি, অ্যাশটন অ্যাগারের পথে হাঁটবে মিরাজ, বিশ্বাস ভেট্টোরির
Vinkmag ad

রেকর্ড পারিশ্রমিকের বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে ২০১৯ সালে নিয়োগ পান নিউজিল্যান্ড স্পিন কিংবদন্তী ড্যানিয়েল ভেট্টোরি। তবে ব্যক্তিগত কারণ ও করোনা প্রভাবে ১০০ দিনের চুক্তির বেশিরভাগই রয়েছে বাকি। টাইগারদের নিউজিল্যান্ডে সফরে আজ থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ভেট্টোরিও। দীর্ঘ এক বছর পর শিষ্যদের নিয়ে কাজ শুরু করে আনন্দিত কিউই তারকা। তার মতে নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনেও ভালো করার সুযোগ আছে স্পিনারদের।

মূলত সাদা বলের সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা হুয়াতেই স্পিনারদের নিয়ে আশাবাদী ভেট্টোরি। তাকে এ ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত করছে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে স্পিনারদের ভূমিকা। পাঁচ ম্যাচ সিরিজে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তিনজনই স্পিনার। যাদের মধ্যে ইশ সোধি (১৩) ও অ্যাশটন অ্যাগার (৮) আছেন শীর্ষ দুইয়ে।

কুইন্সটাউনে আজ অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় ভেট্টোরি বলেন, ‘আমার মনে হয় স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিচেল স্যান্টনার, ইশ সোধি অস্ট্রেলিয়া সিরিজে সফল ছিল। এমনকি অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

সাদা বলের ক্রিকেট বলেই স্পিনারদের নিয়ে বেশি প্রত্যাশা টাইগার স্পিন কোচের। যেখানে তাকে আরও বেশি উৎসাহ দিচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে অফ স্পিনার মিরাজের পারফরম্যান্স।

ভেট্টোরি বলেন, ‘স্পিন সাদা বলের ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মিরাজ (মেহেদী হাসান মিরাজ), তার অভিজ্ঞতা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দারুণ পারফরম্যান্সের বিচারে সে দলকে অনেক কিছু দিতে পারবে। সঙ্গে মেহেদী (শেখ মেহেদী) এবং নাসুম (নাসুম আহমেদ) আছে, তারাও দলে জায়গা করে নিতে পারে এবং দলের পারফরম্যান্সে ভূমিকা রাখতে পারে।’

এদিকে দীর্ঘদিন দিন পর বাংলাদেশ শিবিরে যোগ দিয়ে আনন্দিত কিউই কিংবদন্তী আরও জানান, ‘ফিরতে পেরে খুবই ভালো লাগছে। বিশেষ করে কুইন্সটাউনে বাংলাদেশ খেলোয়াড়দের সঙ্গে। এক বছর পরে সবাইকে দেখতে পারাটা দারুণ ব্যাপার। ফিরতে পেরে, পরিচিত মুখদের দেখতে পেরে ভালো লাগছে।’

‘নেটে স্পিনারদের সঙ্গে কাজ করে দারুণ লাগছে। অনেক লম্বা সময় পর, তাই যেকোন ক্রিকেট, যেকোন আউটডোর অ্যাক্টিভিটি ভালো লাগছে। নিউজিল্যান্ড খুবই ভাগ্যবান যে তারা খেলাধুলা চালিয়ে যেতে পেরেছে এবং বাংলাদেশ সিরিজ হবে কেবল মাত্র সেটিরই ধারাবাহিকতা।’

৯৭ প্রতিবেদক

Read Previous

তামিম অধিনায়ক হয়ে নিউজিল্যান্ড যাওয়াতে ভাগ্যবান বাংলাদেশ

Read Next

শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে অভিজ্ঞরাই পাচ্ছেন মূল্যায়ণ

Total
14
Share