

পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবালের প্রথম বিদেশ সফর নিউজিল্যান্ড। আগামী ২০ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ থেকে কুইন্সটাইনে পুরোদমে অনুশীলনে টাইগাররা। ক্রাইস্টচার্চে ১৪ দিনের আইসোলেশন শেষে কুইন্সটাইনে পৌঁছানো বাংলাদেশের সাথে যোগ দিয়েছে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। তার মতে অধিনায়ক হিসেবে তামিমকে নিউজিল্যান্ডে পাঠাতে পারায় বাংলাদেশ ভাগ্যবান।
গত বছর মার্চে অধিনায়কত্ব পাওয়ার পর করোনা মহামারীর হানায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে তামিমকে অপেক্ষা করতে হয়েছে চলতি বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে সিরিজে ধবলধোলাই করে অধিনায়কত্বের শুরু তামিমের। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে পরের সিরিজেই নিতে হচ্ছে চ্যালেঞ্জ। তার দ্বিতীয় সিরিজ নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষেই।
এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৯ সালে শ্রীলঙ্কা সফরে বেশ ব্যর্থ হন তামিম। সফরে তিন ওয়ানডের সবকটিতেই হেরেছে তার নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড সফরে তামিম ভালো করবে বলে আশাবাদী স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। কিউই সাবেক স্পিন তারকা বলছেন পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাবে বাঁহাতি এই ওপেনার।
এক বছর পর টাইগার স্পিনারদের নিয়ে কাজ শুরু করা ভেট্টোরি বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ ভাগ্যবান এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারায়। সে খুবই খোলা মনের মানুষ এবং সে এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে, সে বোঝে আগে কী কাজ করেনি এবং সে খুবই ইতিবাচক কোন ব্যাপারগুলো নিয়ে কাজ করবে সেই ব্যাপারে।’
‘আমার মনে সেটি আমাদের জন্য খুব ভালো একটি শুরু করার জায়গা। আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল যারা খুব ভালো খেলছে। কিন্তু আশা করছি আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি।’
উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ১৪ ওয়ানডে, ৭ টেস্ট ও ৪ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবালের। যেখানে সবচেয়ে সফল টেস্ট ফরম্যাটে। ১৪ ওয়ানডেতে ৪ ফিফটিতে ২৯.১৪ গড়ে ৪০৮ রান। ৪ টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রান, সর্বোচ্চ ২৪। ৭ টেস্টে ৪৭.৮৫ গড়ে ৬ ফিফটি এক সেঞ্চুরিতে ৬২২ রান। যদিও এবারের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকলেও নেই কোন টেস্ট।