লাল বলের প্রস্তুতি ছাড়াই শ্রীলঙ্কা যাবেন তামিম-মুশফিকরা!

লাল বলের প্রস্তুতি ছাড়াই শ্রীলঙ্কা যাবেন তামিম-মুশফিকরা!
Vinkmag ad

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে চলতি মাসেই ফিরতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট। ২২ মার্চ থেকে শুরু হওয়ার কথা ২২ তম এনসিএল। টেস্ট সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রস্তুতির দারুণ মঞ্চ হতে পারে লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্ট। তবে জাতীয় দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে থাকায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেননা তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন নিউজিল্যান্ড সফরে থাকাদের সুযোগ কম হলেও দেশে থাকা টেস্ট ক্রিকেটাররা অন্তত দুই রাউন্ড খেলার সুযোগ পাচ্ছেন। মুমিনুল হক, আবু জায়েদ রাহি, সাদমান ইসলামরা তাই শ্রীলঙ্কা সফরের আগেই নিজেদের ঝালিয়ে নিতে পারবেন ভালোভাবে।

আজ (১২ মার্চ) এনসিএল সামনে রেখে দলগুলোর ক্রিকেটার, কর্মকর্তাদের সাথে সভা করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পরে সভায় আলোচিত বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে।

জাতীয় দলের ক্রিকেটারদের এনসিএল খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যারা টেস্ট দলের ক্রিকেটাররা দেশে আছে ওরা দুই রাউন্ড খেলতে পারবে। আমাদের তৃতীয় রাউন্ড হবে পাঁচ এপ্রিল থেকে। আমরা আলোচনা করছি। যারা নিউজিল্যান্ড থেকে আসার পর এক রাউন্ডের জন্য ফাঁকা থাকবে, শ্রীলঙ্কা যাওয়ার আগে যদি একটা রাউন্ড খেলা যায়, আমরা সেই চেষ্টা করব।’

নিউজিল্যান্ড থেকে ফিরেই ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়তে হবে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। ফলে সফরের আগে এনসিলে কোন ম্যাচ খেলার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে নিউজিল্যান্ড থেকে কেবল সীমিত ফরম্যাটের ম্যাচ খেলে এসে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট খেলা কঠিন হবে বলে মনে করেন প্রধান নির্বাচক।

তবে শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা সম্ভব বলে মত তার, ‘লাল বল সাদা বলের ক্রিকেটটা সম্পূর্ণ আলাদা। একটা পার্থক্য তো আছেই। তারপরও শ্রীলঙ্কা গিয়ে যথেষ্ট সময় পাবে। আমরা যদি একটা তিনদিনের ম্যাচ খেলতে পারি এবং লাল বলে যথেষ্ট অনুশীলন করতে পারি, তাহলে মানিয়ে নিতে সমস্যা হবে না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ডি ভিলিয়ার্স, কোহলিদের আদর্শ মানা শামীমের লক্ষ্য যেকোনভাবে ম্যাচ শেষ করা

Read Next

হোপের শতরান আর লুইসের ফিফটিতে বড় জয় উইন্ডিজের

Total
10
Share