নড়াইলকে বদলে দিয়ে ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ দের তালিকায় মাশরাফি

মাশরাফি
Vinkmag ad

সুইস সরকারের তত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত অলাভজনক সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ ২০২১ সালের জন্য বেছে নিয়েছে বিশ্বের ১১২ জন তরুণ নেতাকে। যারা ৬ বছর মেয়াদে প্রাক্তন অ্যালামনাইদের ভোটে নির্বাচিত হয়ে থাকে। এবারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিয়মানুসারে প্রার্থীদের বয়স হতে হয় ৩৮ এর নিচে। যারা নির্বাচিত হলে পরের ৬ বছরে বয়স থাকবে ৪৪ এর নিচে। মূলত বছরের পর বছর ধরে রাজনীতি, ব্যবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত হন।

প্রতিবছরের মত এবারও বিশ্বের নানা প্রান্তের তরুণ নেতাদের নির্বাচিত করা প্রসঙ্গে সংস্থাটি তাদের ওয়েব সাইটে লিখে, ‘আমরা ২০২১ সালের জন্য ১১২ জন ইয়াং লিডারকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। একজন লিঙ্গ ন্যায়বিচারকারী ও মানব্ধিকার কর্মীক থেকে শুরু করে বহু পুরষ্কার বিজয়ী শিল্পী, আদিবাসীদের পক্ষের আইনজীবী, বিশ্বের কনিষ্ঠতম দেশ থেকে একজন নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ সুশীল সমাজ, স্বাস্থ সেবা ও সরকারি নেতারা অন্তর্ভূক্ত আছেন এবারের তালিকায়।’

দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত ১০ জনের একজন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর বাইরে আফ্রিকা থেকে ৯ জন, আশিয়ান থেকে ৯ জন, অস্ট্রেলিশিয়া ও ওশানিয়া থেকে ২ জন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ১ জন, ইউরোশিয়া থেকে ২ জন, ইউরোপ থেকে ২৩ জন, বৃহত্তর চায়না থেকে ৯ জন, জাপান থেকে ১ জন, কোরিয়া ও উত্তর এশিয়া থেকে ৩ জন, ল্যাটিন আমেরিকা থেকে ৯ জন, মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে ১৩ জন, এবং উত্তর আমেরিকা থেকে জায়গা পেয়েছেন ২০ জন তরুণ নেতা।

দেশের সফল অধিনায়ক ছাড়াও মাশরাফি নির্বাচিত হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে খেলাধুলার বাইরে সমাজ সেবায় তার অবদান। বিশেষ করে বদলে যাওয়া নড়াইলের অন্যতম রূপকার নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি। সমজাসেবার জন্য নিজ শহরে প্রতিষ্ঠা করেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনও।’

তাকে নির্বাচিত করে ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ তাদের ওয়েবসাইটে তার প্রোফাইলে লিখে, ‘মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একজন ক্রিকেটার ও ওয়ানডে দলের (সাবেক) অধিনায়ক। অবসরের আগ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার নিজ শহর নড়াইলের মানুষকে দারিদ্রতার বেড়াজাল থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

‘৬ টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি নড়াইল এক্সপ্রেস ফাইন্ডেশনও প্রতিষ্ঠা করেন। লক্ষ্যগুলো হলঃ নাগরিকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও বিশেষ শিক্ষা ব্যবস্থা সরবরাহ করা, একটি নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা শুরু করতে সাহায্য করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি, ক্রীড়া প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন এবং নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা।’

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ লেজেন্ডসের পরাজয়ের হ্যাটট্রিক

Read Next

ফটো স্টোরিঃ অনিন্দ্য সুন্দর কুইন্সটাউনে টাইগারদের অনুশীলন

Total
58
Share