প্রোটিয়াদের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজ আয়োজনে নজর সিএ’র

ক্রিকেট অস্ট্রেলিয়া
Vinkmag ad

স্থগিত হওয়া দক্ষিণ আফ্রিকা সফর পুনঃনির্ধারিত করে দ্রুত সম্ভব কার্যকর করতে চায় অস্ট্রেলিয়া। তবে এক্ষেত্রে স্বাস্থ্যগত অবস্থান এবং ক্যালেন্ডারকে বিবেচনায় রাখছেন অজি ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নিক হকলি।

মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়। অতিরিক্ত স্বাস্থ্যজনিত সমস্যা এবং খেলোয়াড় ও অফিসিয়ালদের সুরক্ষার্থে এ সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া।

তবে এ ঘটনায় বেশ অসন্তোষ প্রকাশ করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তারা জানায় অস্ট্রেলিয়া নিরাপত্তার স্বার্থে যে খরচের কথা বলেছিল, তা বেশ ব্যয়সাপেক্ষ ছিল। এ ব্যাপারে আইসিসিকে চিঠিও দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার নতুন তারিখ ঘোষণা দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী নিক হকলি।

‘আমরা খুব দ্রুত সফরের নতুন ঘোষণা দিতে চাই। নিরাপত্তা ব্যবস্থা এবং ক্যালেন্ডারের সময়সীমা বুঝে তারপর চূড়ান্ত হবে,’ হকলি বলেন।

‘এখন,এটা সহজ কাজ নয়। করোনা মহামারী ও কোয়ারেন্টাইনের মধ্যেও ক্রিকেটের অনেক ম্যাচ পূনঃনির্ধারিত হয়ে চলছে।’

‘আমরা আমাদের গঠনমূলক আলোচনার মাঝে আছি। আশা করি দ্রুত সমাধান হবে।’

করোনার কারণে গত বছরের বাংলাদেশে টেস্ট সফর ছাড়াও নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের সীমিত ওভারের সফর বাতিল করে অজিরা।

গত গ্রীষ্মে নিজেদের দেশে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও বাতিল হয় অজিদের। এছাড়াও স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও বাতিল করে তারা।

করোনা মহামারীর মাঝেও গত বছর ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলে অজিরা। এরপর নিজেদের দেশে ভারতের বিপক্ষে ৪ টেস্ট ছাড়াও ২টি সীমিত ওভারের সিরিজ খেলে তারা।

সাবেক অধিনায়ক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ গত মাসে আইসিসিকে সতর্ক করে বলেন, বড় তিন দলের (ভারত,ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) অবশ্যই ছোট দলগুলোর সাথে টেস্ট সফর করতে হবে। শুধুমাত্র টি-টোয়েন্টি লিগ দিয়ে হবে না।

 

৯৭ ডেস্ক

Read Previous

সাইফের দাপুটে সেঞ্চুরি, হেসেখেলে জিতল বাংলাদেশ ইমার্জিং দল

Read Next

পয়েন্ট কাটাই কাল হল অজিদের, হতাশ ল্যাঙ্গার

Total
9
Share