
ঘরের মাঠে শ্রীলঙ্কাকে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হারালো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণী ম্যাচে ফ্যাবিয়ান অ্যালেনের অলরাউন্ডিং পারফরম্যান্সে ৩ উইকেটের জয় ক্যারিবিয়ানদের। ২-১ ব্যবধানে সিরিজ জয় স্বাগতিকদের। ১৩ রান খরচে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে দলের জয়ে ২১ রানের ক্যামিও ইনিংস খেলা অ্যালেন নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা।
Congrats to the CG Insurance Man of the Match, Fabian Allen! 🥇
For his performance with the ball, his athleticism in the field and his fireworks with the bat! 💥💥#WIvSL #MenInMaroon pic.twitter.com/ZltNSznKIn
— Windies Cricket (@windiescricket) March 8, 2021
শ্রীলঙ্কার দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের শুরুটা দারুণ হলেও বড় স্কোর হয়নি উইন্ডিজের দুই ওপেনারের। ডি সিলভার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে এভিন লুইস করেন ২১ রান আর সিমন্স খেলেন ২৬ রানের ইনিংস। ডাক মেরে ফিরেছেন অধিনায়ক পোলার্ড। তিনে নামা ক্রিস গেইলকে ১৩ রানে রেখে বোল্ড করেন সান্দাকান।
নিকোলাস পুরান ১৮ বলে ২৩ রান করলেও শূন্য রানে ফিরতে হয়ে ডোয়াইন ব্রাভোকে। সান্দাকানের তৃতীয় শিকার ৭ রান করা রভম্যান পাওয়েল। তবে এদিন জেসন হোল্ডার বেশ দেখে-শুনে খেলতে থাকেন লঙ্কান স্পিনারদের।
শেষদিকে দলকে জেতাতে ৬ বলে ৩ ছয়ের সাহায্যে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন ফ্যাবিয়ান অ্যালেন। আর তাতেই ৬ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জয়।
এর আগে অ্যান্টিগাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই প্যাভিলিয়নে ফিরে যান একে একে ধানুশকা গুনাথিলাকা (৯), পাথুম নিশানকা (৫) ও নিরোশান ডিকওয়েলা (৪)। রান পাননি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও, ১১ বলে ১১ রান করে হয়েছেন আউট।
তবে দীনেশ চান্দিমাল ও আসেন বান্দারার জুটিতে রক্ষা পায় শ্রীলঙ্কা। এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেনি এদিন। তবে দিনেশ চান্দিমাল ফিফটি রানের দেখা পেলেও ৪৪ রানে অপরাজিত থাকেন বান্দারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩১ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।
বল হাতে উইন্ডিজের হয়ে যথাক্রমে ১টি করে উইকেট শিকার করেন ফ্যাবিয়ান অ্যালেন, কেভিন সিনক্লেয়ার, জেসন হোল্ডার ও ওবেদ ম্যাককয়।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কাঃ ১৩১/৪ (২০ ওভার) গুনাথিলাকা ৯, নিশানকা ৫, ডিকওয়েলা ৪, চান্দিমাল ৫৪*, বান্দারা ৪৪*, ম্যাথুস ১১; অ্যালেন ১/১৩, সিনক্লেয়ার ১/১৯, হোল্ডার ১/২৭, ম্যাককয় ১/২৯
ওয়েস্ট ইন্ডিজঃ ১৩৪/৭ (১৯ ওভার) সিমন্স ২৬, লুইস ২১, গেইল ১৩, পোলার্ড ০, পুরান ২৩, হোল্ডার ১৪*, অ্যালেন ২১*; সান্দাকান ৩/২৯, ডি সিলভা ২/১৩, চামিরা ২/২৩
ফলাফলঃ ৩ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচ সেরাঃ ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ)
সিরিজঃ ৩ টি-টোয়েন্টির সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ।