
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ৬ষ্ঠ আসর মাঝপথ থেকেই স্থগিত হয়েছে। জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হলেও একাধিক ক্রিকেটার করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হন। সাবধানতাবশত স্বাস্থ্যগত দিককে গুরুত্ব দিয়ে স্থগিত হয় পিএসএল।
পিএসএল স্থগিত হবার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল প্যানেলের প্রধান ডাক্তার সোহাইল সালিম নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন।
খেলোয়াড় ও অফিসিয়ালদের মধ্যে করোনা সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার পিএসএলের ৬ষ্ঠ আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। তবে পদত্যাগ করলেও জৈব সুরক্ষিত বলয়ে হঠাৎ করোনা পজিটিভের বেড়ে যাওয়ার ব্যাপারে তদন্তে তার সহযোগিতা চাচ্ছে পিসিবি।
সোহাইল তার পদত্যাগ পত্র পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে প্রেরণ করেছেন।
‘আমরা ডাক্তার সোহাইলের পদত্যাগপত্র নিয়ে বিবেচনা করছি,’ পিসিবি জানায়।
‘ডাক্তার সোহাইলকে আরও এক মাস কর্মক্ষেত্রে থাকতে হবে এবং পিএসএলের ৬ষ্ঠ মৌসুমের স্থগিতাদেশের তদন্ত নিয়ে সহায়তা করতে হবে,’ পিসিবি যোগ করে।
পিএসএল স্থগিত হওয়ার আগে ৬ জন খেলোয়াড় ও ১ জন স্টাফসহ মোট ৭ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছিল।