

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (৩ মার্চ) দুপুরে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কর্মকর্তা, প্রধান কিউরেটর ও রাজস্থান রয়্যালসের কর্মকর্তা মাঠ পরিদর্শন করছেন। জানা যায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের জেলাগুলোর ক্রিকেটীয় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যেই ভারতীয় পরিদর্শক দলটির আগমন।
বাংলাদেশের ক্রিকেটের সাথে রাজস্থান রয়্য্যালস চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুরের সম্পর্ক বেশ পুরোনো। ১৯৮৮ এশিয়া কাপ আয়োজন করেছে বাংলাদেশ, যেখানে বেশ সমর্থন জুগিয়েছেন বারঠাকুর। তার কোম্পানি স্পন্সরও হয়েছিল সেই টুর্নামেন্টের।
এবারের আসা প্রসঙ্গে বারঠাকুর বলেন, ‘ আমি বাংলাদেশ ক্রিকেটকে সবসময়ই সমর্থন দিয়ে গেছি। ১৯৮৮ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে আমি যুক্ত ছিলাম, আমি স্পন্সর করেছি। আমি আবারও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি।’
‘দ্বিতীয়ত আমি এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে কোপারেশন করতে পারি এবং,কিভাবে আমরা এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে। যাতে আমরা বাংলাদেশ ও ভারতের অঞ্চলগুলো নিয়ে যৌথভাবে উন্নতি করতে পারি।’
এদিকে তার দল রাজস্থান রয়্য্যালস এবারের আইপিএলে কিনে নেয় বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজ ইতোমধ্যে অবশ্য জানিয়েছেন দেশের খেলা থাকলে সেটিকেই প্রাধান্য দিবেন আগে। রাজস্থান রয়্যালস চেয়ারম্যানও এমন সিদ্ধান্তকে দিচ্ছেন গুরুত্ব।
তিনি বলেন, ‘আমি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান হওয়াতে গর্ব বোধ করি। এবার নিলামে আমরা মুস্তাফিজের জন্য বিড করেছি, তাকে দলেও নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে যদিও তার দেশের দায়িত্ব আগে, এরপর রাজস্থান রয়্যালস।’