

টেস্ট ক্রিকেটে এর আগে দুইবার ইনিংস ব্যবধানে জিতলেও কখনো ১০ উইকেটের ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারেনি জিম্বাবুয়ে। আবুধাবিতে সেই অধরা কাজটাই করল শন উইলিয়ামসের দল। আফগানিস্তানকে ২ দিনেই হারিয়ে দিল তারা। এটি টেস্ট তো বটেই, যেকোন ফরম্যাট মিলে জিম্বাবুয়ের প্রথম ১০ উইকেটের ব্যবধানে জয়।
প্রথম দিনে আফগানদের ১৩১ রানে আটকে দিয়ে নিজেরা ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ফেলেছিল জিম্বাবুয়ে।
২ রানের লিড আজ ১১৯ অব্দি টেনে নেয় জিম্বাবুয়ে। আগের দিন ৫৪ রানে অপরাজিত থাকা জিম্বাবুয়ে অধিনায়ক তুলে নেন টেস্ট ক্রিকেটে তার ৩য় শতক। ১৭৪ বলে ১০ চারে ১০৫ রান করেন তিনি। এছাড়া আট নম্বরে নেমে ৪৪ রানের কার্যকরী এক ইনিংস খেলেন রেজিস চাকাভা।
আফগানদের পক্ষে ৬ উইকেট নেন আমির হামজা হোটাক। ৩ উইকেট নেন জহির খান, ১ টি করে নেন ইয়ামিন আহমেদজাই ও ইব্রাহিম জাদরান।
১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আফগানরা। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খোলা হয়নি অভিষিক্ত আব্দুল মালিকের। স্কোরবোর্ডে ২১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে আসগর আফগানের দল। ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসাবে আসগর যখন সাজঘরে ফেরেন, দলের রান তখন ৪৭।
অপরপ্রান্তে যাওয়া আসার মিছিল দেখতে থাকা ওপেনার ইব্রাহিম জাদরান লেজের ব্যাটসম্যানদের সাথে নিয়ে ইনিংস ব্যবধানে পরাজয় এড়ান। ১৪৫ বলে ১০ চারে ৭৬ রান করেন তিনি। ১৩৫ রানে থামে আফগানরা। জিম্বাবুয়ের পক্ষে ৩ টি করে উইকেট নেন ভিক্টর নিয়াউচি ও ডোনাল্ড টিরিপানো। ২ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ১ টি করে উইকেট নেন শন উইলিয়ামস ও রায়ান বার্ল।
১৭ রানের সহজ জয়ের লক্ষ্যে ৩.২ ওভারেই পৌঁছে যায় জিম্বাবুয়ে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শন উইলিয়ামস হন ম্যাচসেরা। ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি দুই উইকেট নেন উইলিয়ামস।
সিরিজের ২য় ও শেষ টেস্ট আবুধাবিতে শুরু হবে ১০ মার্চ থেকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান ১ম ইনিংসে ১৩১/১০ (৪৭), মালিক ০, ইব্রাহিম ৩১, রহমত ৬, মুনির ১২, হাশমতউল্লাহ ৫, জাজাই ৩৭, আসগর ১৩, ওয়াসি ৩, হামজা ১৬*, আহমেদজাই ১, জহির ০; মুজারাবানি ১২-৩-৪৮-৪, নিয়াউচি ১০-১-৩৪-৩, টিরিপানো ১২-৫-২৪-১, উইলিয়ামস ৩-২-৪-১, রাজা ৩-০-৮-১।
জিম্বাবুয়ে ১ম ইনিংসে ২৫০/১০ (৭২), মাসভাউর ১৫, কাসুজা ০, মুসাকান্দা ৭, উইলিয়ামস ১০৫, মাধেব্রে ০, রাজা ৪৩, বার্ল ৮, চাকাভা ৪৪, টিরিপানো ৪, মুজারাবানি ১২*, নিয়াউচি ০; আহমেদজাই ১৭.১-২-৪৮-১, হামজা ২৫-৩-৭৫-৬, জহির ১৯-০-৮১-২, ইব্রাহিম ২-০-১৩-১।
আফগানিস্তান ২য় ইনিংসে ১৩৫/১০ (৪৫.৩), ইব্রাহিম ৭৬, মালিক ০, মুনির ১, রহমত ০, শহীদি ৪, জাজাই ০, আসগর ১৪, ওয়াসি ৯, হামজা ২১*, আহমেদজাই ০, জহির ০; মুজারাবানি ৮-৪-১৪-২, নিয়াউচি ৭-১-৩০-৩, উইলিয়ামস ৬-০-২৮-১, টিরিপানো ৯.৩-২-২৩-৩, বার্ল ৭-০-১৩-১।
জিম্বাবুয়ে ২য় ইনিংসে ১৭/০ (৩.২), মাসভাউর ৫*, কাসুজা ১১*।
ফলাফলঃ জিম্বাবুয়ে ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)।