

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার স্বীকার করেছেন ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে তার খেলা উচিত হয়নি। ওয়ানডে সিরিজে গ্রোয়েন ইনজুরিতে পড়েছিলেন ওয়ার্নার, যে ইনজুরির জেরে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার, খেলেননি প্রথম দুই টেস্টেও।
শেষ দুই টেস্টে দলের ভাগ্য ফেরাতে সেরা একাদশে ফেরেন ওয়ার্নার। চার ইনিংসে করেন যথাক্রমে ৫, ১৩, ১ ও ৪৮ রান। নিশ্চিতভাবেই তার উপস্থিতি দলকে খুব একটা এগিয়ে নেয়নি।
ইনজুরি থেকে ফিরে সেরা অবস্থানে ফিরে যেতে যে সময়ের দরকার ছিল সেই সময়টা পাননি ওয়ার্নার। পরে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় কিছু বিশ্রামের সুযোগ মেলে তার। এই সপ্তাহে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ওয়ার্নার।
মার্শ কাপে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার খেলার সময় ওয়ার্নার বলেন, ‘পেছনে ফিরে তাকালে আমার মনে হয় আমার সেটা (ভারতের বিপক্ষে শেষ দুই টেস্ট খেলা) করা উচিত হয়নি। আমার মনে হচ্ছিল আমার মাঠে ফিরে সতীর্থদের সাহায্য করা উচিত, তাই আমি শেষ দুই টেস্টে খেলেছিলাম।’
‘আমি যদি নিজের কথা ভাবতাম, নিজের ইনজুরির কথা ভাবতাম তাহলে হয়তো আমি না বলে দিতাম। আমার মনে হয়েছিল আমার মাঠে ফিরে দলের হয়ে ওপেন করাটা দলের জন্য সেরা সিদ্ধান্ত হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাতিল হওয়াটা আমাকে শক্ত হয়ে ফিরতে সময় দিয়েছে।’
ঘরোয়া লিগে খেলার পর ওয়ার্নার নামবেন আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মিশনে। সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্বের ভার তার কাঁধে।