
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে নিজেকে সম্প্রতি দূরে সরিয়ে নেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। প্রোটিয়া এই তারকা বোলার অবশ্য লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পর খেলছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। আর সেখানেই আইপিএল সম্পর্কে দুর্নাম করে বসলেন প্রোটিয়া পেসার।
তার মতে আইপিএলে কে কত টাকা আয় করছে সেসব দিকে নজর দিতে গিয়ে ক্রিকেটটাই হারিয়ে যায়। একজন ক্রিকেটার হিসেবে এলপিএল, পিএসএল সহ অন্যান্য লিগে উপভোগ করার মত ক্রিকেটীয় উপকরণ বেশি পান বলে মত স্টেইনের।
৩৭ বছর বয়সী এই পেসার পিএসলে খেলছে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। পাকিস্তানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন জানান আইপিএলের চেয়ে পিএসএলই বেশি ফলপ্রসু।
স্টেইন বলেন, ‘ আমি একান্ত কিছু সময় চেয়েছিলাম। তারপর আমি বুঝতে পারলাম যে, ক্রিকেটার হিসেবে (আইপিএল ছাড়া) এসব অন্যান্য লিগে খেলাটাই বেশি কার্যকরী। আমার মতে, যখন আইপিএলে খেলতে যাবেন, তখন বিশাল স্কোয়াড, বড় বড় সব নামের ভীড়ে পড়তে হবে। এর সঙ্গে একটা আলোচনা লেগেই থাকে যে, একজন খেলোয়াড় কত টাকা আয় করছে। তো এতকিছুর মাঝে প্রায়ই ক্রিকেটটা হারিয়ে যায়।’
‘আপনি যখন পিএসএল বা এলপিএল খেলতে যান, এখানে ক্রিকেটের গুরুত্ব আছে। আমি এখানে (পিএসএল) এসেছি মাত্র কয়েকদিন হয়েছে। এরই মধ্যে আমার রুমে কেউ না কেউ সবসময় থাকেই। সবাই জানতে চায় খেলার ব্যাপারে, আমি কোথায় খেলেছি, কীভাবে এতদূর এসেছি।’
‘অথচ আমি যখন আইপিএলে যাই, তখন এ জিনিসগুলো (ক্রিকেটের আলোচনা) বেমালুম হারিয়ে যায় এবং মূল বিষয় হয়ে যায় আইপিএল থেকে আমি কত টাকা পাচ্ছি? সত্যি বলছি আমি, এসব থেকে দূরে থাকতে চেয়েছি আমি এবং এমন কোথাও খেলার সিদ্ধান্ত নিয়েছি যেখানে ক্রিকেটের ভালো পরিবেশ আছে।’
গত জানুয়ারিতে নিজেই এক টুইটের মাধ্যমে স্টেইন জানিয়েছেন আসন্ন আইপিএলে খেলবে না। সর্বশেষ আসরে এই গতি তারকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন।
আইপিএল না খেলা প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ‘একটি ছোট বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই, এবছর আইপিএলে আমি থাকছি না। এমনকি অন্য কোনো দলের হয়ে খেলার পরিকল্পনাও আমি করছি না। এসময় আমি ক্রিকেট থেকে কিছুটা আলাদা থাকতে চাই। এ ব্যাপারটা বোঝার জন্য আরসিবিকে (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) ধন্যবাদ। না আমি অবসরে যাচ্ছি না।’
Cricket tweet 🏏
Just a short message to let everyone know that I’ve made myself unavailable for RCB at this years IPL, I’m also not planning on playing for another team, just taking some time off during that period.
Thank you to RCB for understanding.
No I’m not retired. 🤙
— Dale Steyn (@DaleSteyn62) January 2, 2021
I will be playing in other leagues, nicely spaced out to give myself a opportunity to do something’s I’ve been excited about as well as continue to play the game I love so much.
NO, I’m NOT retired. 😉
Here’s to a great 2021 🤙
— Dale Steyn (@DaleSteyn62) January 2, 2021