ওয়াসিম জাফরের পাশে কুম্বলে, পাঠান, তিওয়ারি

ওয়াসিম জাফর
Vinkmag ad

উত্তরাখণ্ড ক্রিকেট দলের কোচ হয়েছিলেন ওয়াসিম জাফর। বিজয় হাজারে ট্রফি শুরুর আগেই তিনি নিজেকে সরিয়ে নেন কোচের ভূমিকা থেকে। তাঁর বিরুদ্ধে ধ-র্মী-য় গোঁড়ামি, দল নির্বাচনে হস্তক্ষেপ, অনুশীলনে মৌ-ল-বী-কে ডাকার মতো গুরুতর অভিযোগ আনেন উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার সচিব মহিম ভার্মা। শেষ পর্যন্ত জাফর নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন। এবার এই বিতর্কে তিনি পাশে পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটারদের।

কোচ ওয়াসিম জাফরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তিনি নাকি ইকবাল আবদুল্লাকে অধিনায়ক করতে চেযেছিলেন। দলের অনুশীলনে এক মৌ-ল-বী-কে-ও নিয়ে আসেন তিনি বলে অভিযোগ। তবে এই সব অভিযোগই কার্যত উড়িয়ে দিয়েছেন জাফর। ওয়াসিম জাফর উত্তরাখন্ডের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। তাঁর বিরুদ্ধে ওঠা ধ-র্মী-য় অভিযোগের জবাবও দিয়েছেন তিনি। তিনি টুইট করে বলেন,

‘আমি মোটেও অনুশীলনে মৌ-ল-বী-দে-র ডাকিনি। দলের অধিনায়ক বেছেছিলাম জয় বিস্তাকে। যদিও কর্তারা ইকবালকে বেছে নেন। আমি ইস্তফা দিয়েছি কারণ দল নির্বাচনে নির্বাচক এবং সংস্থার কর্তারা পক্ষপাতিত্ব করেছেন আর অযোগ্য ক্রিকেটারদের দলে নিয়েছেন। আর দলের ক্রিকেটারেরা শিখ সম্প্রদায়ের একটা স্লোগান দিত। আমি বলেছিলাম এটা না বলে আমরা তো গো উত্তরাখণ্ডও বলতে পারি।’

বিতর্কে জাফরের পাশে দাঁড়িয়েছেন ভারেতর প্রাক্তন ক্রিকেটারেরা। কিংবদন্তি লেগ-স্পিনার অনিল কুম্বলে এক টুইটে বলেন,

‘তোমার সঙ্গেই আছি জাফর। তুমি যা করেছো বেশ করেছো। ক্রিকেটারেরা বরং তোমার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে।’

জাফর পাশে পেয়েছেন ইরফান পাঠানকেও। লিখেছেন,

‘খুবই দুর্ভাগ্যজনক যে তোমাকে এত কারণ দর্শাতে হল।’

পশ্চিমবঙ্গের ক্রিকেটার মনোজ তিওয়ারি অভূতপূর্ব এই বিতর্কে জাফরের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন।

‘আমি উত্তরাখণ্ডের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতকে হস্তক্ষেপ করার আবেদন করছি। আমাদের জাতীয় নায়ক ওয়াসিম ভাইকে সা-ম্প্র-দা-য়ি-ক আখ্যা দিল ক্রিকেট সংস্থা, এর বিহিত হওয়া প্রয়োজন।’

৯৭ ডেস্ক

Read Previous

বোনার-জশুয়া-জোসেফের ব্যাটে চড়ে উইন্ডিজের ৪০০ পার

Read Next

ক্রিকেটকে বিদায় বলছেন রাজ্জাক-নাফিস

Total
0
Share