

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে আইপিএল ২০২১ এর খেলোয়াড় নিলাম। ২০২১ সালের আইপিএলের অংশ হতে নিলামের জন্য নাম লিপিবদ্ধ করেছেন ৫ বাংলাদেশি।
নিলামের জন্য মোট ১০৯৭ জন ক্রিকেটার নাম দিয়েছেন। যার মধ্যে ভারতীয় ৮১৪জন, ওভারসিজ ক্রিকেটার ২৮৩ জন। নিলামের জন্য নাম দেওয়ার শেষ সময় ছিল ৪ ফেব্রুয়ারি। ডেডলাইন শেষ হবার পর আজ (৫ ফেব্রুয়ারি) বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) প্রকাশ করেছে ক্রিকেটারদের সংখ্যা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি ভারতীয় সময় বেলা ৩ টায় শুরু হবে নিলাম।
১০৯৭ জন ক্রিকেটারের মধ্যে ২০৭ জনের আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, ৮৬৩ জন ক্রিকেটার আনক্যাপড, ২৭ জন আছে আইসিসির সহযোগী দেশ থেকে।
নিলামের জন্য নাম দেওয়া ক্রিকেটার-
ক্যাপড ভারতীয়- ২১ জন
ক্যাপড ওভারসিজ- ১৮৬ জন
আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার- ২৭ জন
আনক্যাপড ভারতীয় যারা অন্তত ১ টি আইপিএল ম্যাচ খেলেছেন- ৫০ জন
ওভারসিজ আনক্যাপড ক্রিকেটার যারা অন্তত ১ টি আইপিএল ম্যাচ খেলেছেন- ২ জন
আনক্যাপড ভারতীয়- ৭৪৩ জন
আনক্যাপড ওভারসিজ- ৬৮ জন
5 Bangladeshi player signed up to be a part of the IPL 2021 player auction set to take place in Chennai on 18th February, 2021 (3:30 PM Bangladesh time onwards). #IPL #IPL2021Auction #IPL2021
— Shihab Ahsan Khan (@shihabahsankhan) February 5, 2021
আরো পড়ুন- সাকিব সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে
২৮৩ ওভারসিজ ক্রিকেটারদের মধ্যে যে দেশ থেকে যত জন-
আফগানিস্তান- ৩০
অস্ট্রেলিয়া- ৪২
বাংলাদেশ- ৫
ইংল্যান্ড- ২১
আয়ারল্যান্ড- ২
নেপাল- ৮
নেদারল্যান্ডস- ১
নিউজিল্যান্ড- ২৯
স্কটল্যান্ড- ৭
দক্ষিণ আফ্রিকা- ৩৮
শ্রীলঙ্কা- ৩১
সংযুক্ত আরব আমিরাত- ৯
যুক্তরাষ্ট্র- ২
ওয়েস্ট ইন্ডিজ- ৫৬
জিম্বাবুয়ে-২
NEWS 🚨: 1097 players register for IPL 2021 Player Auction
More details👉 https://t.co/DSZC5ZzTWG pic.twitter.com/BLSAJcBhES
— IndianPremierLeague (@IPL) February 5, 2021
যদি সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে ২৫ জন করে ক্রিকেটার নিতে চায় তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার। ২২ জন ওভারসিজ ক্রিকেটারের দল পাবার সুযোগ আছে, সুযোগ আছে ৩৯ জন ভারতীয় ক্রিকেটারের।