

বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা তাদের ট্রেডমার্ক শটের জন্য ভক্তদের কাছে অনেক বেশি সমাদৃত হন। ক্রিকেটীয় ব্যাকরণে ‘কাভার ড্রাইভ’ তেমনি একটি নান্দনিক শট। এ শট খেলায় বহু ব্যাটসম্যান সহজাতভাবে প্রদর্শন করে আসছেন।
তবে কে সবচেয়ে সুন্দরভাবে এ শটটি খেলায় পারদর্শী, তা নিয়ে আইসিসি একটি টুইটার পোল খোলে। সে ফলাফলে জয়লাভ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের অধিনায়ক ভিরাট কোহলিকে পেছনে ফেলে তিনি সেরার আসন লাভ করেন। বাবর পেয়েছেন ৪৬ ভাগ ভোট, অন্যদিকে কোহলি পেয়েছেন ৪৫.৯ ভাগ ভোট। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৭.৭ ভাগ ও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট পেয়েছেন ১.১ ভাগ ভোট।
২৬০১৪৩ জন টুইটার ব্যবহারকারী এ পোলে অংশ নেয়। বাবর ও কোহলির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাই শেষ পর্যন্ত এ পোলকে জমিয়ে তোলে।
Who get’s your vote?
Reply with your answer if you have another player in mind 🤔
— ICC (@ICC) February 3, 2021
The @ICC asked the cricketing world a question:
“Who is this generation’s cover drive King 👑?”
And the answer is… pic.twitter.com/gTZ2UWd8Ou— PTV Sports (@PTVSp0rts) February 4, 2021