আজ সাকিবকে বোলিং করতে দেখা যাবে না

সাকিবের ইনজুরি নিয়ে নেই ভালো কোন খবর
Vinkmag ad

তৃতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়া সাকিব আল হাসানের অস্বস্তি কাটেনি এখনো। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেও বল করতে পারেননি সেরা ছন্দে, এক পর্যায়ে ছেড়েছেন মাঠও। আজ (৫ ফেব্রুয়ারি) তৃতীয়দিন মাঠে নামেননি টাইগার অলরাউন্ডার, আপাতত আছেন পর্যবেক্ষণে।

চোটের বর্তমান পরিস্থিতি অবশ্য এখনই নিশ্চিত করে বলতে পারছেনা বিসিবির মেডিকেল টিম। চূড়ান্ত অবস্থা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে চান বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী।

‘ক্রিকেট৯৭’ কে দেবাশীস চৌধুরী বলেন, ‘আমরা নিজেরাও আসলে পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারছিনা। এটা বুঝতে আরও এক ঘন্টার মত সময় লাগবে। এরপরই আসলে বলা যাবে কি অবস্থায় আছে বা কি করণীয়।’

এদিকেও দলীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে আজ আর বোলিং করতে দেখা যাবে না সাকিবকে। আবারও করানো হতে পারে স্ক্যান, যদিও আগেরবার স্ক্যান রিপোর্টে ধরা পড়েনি খারাপ কিছু।

উল্লেখ্য, গতকাল ওয়েস্ট ইনিংসের ৬ষ্ঠ ওভার ও নিজের তৃতীয় ওভারে বল করতে গিয়ে ব্যথা অনুভব করেন সাকিব। পরে বল করলেও অস্বস্তি বোধ করায় দিনের ১২ ওভার বাকি থাকতেই মাঠ ছাড়েন।

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

জলিল চাচা, সুধীরের আক্ষেপ, শোয়েব আলির কৃতজ্ঞতা

Read Next

কোহলিকে পেছনে ফেলে আইসিসির জরিপে জিতলেন বাবর

Total
12
Share