

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে যেয়ে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। সেই ইনজুরি শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছিলেন গতকাল (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া টেস্টে। ১ম দিন ঠিকঠাক গেলেও ২য় দিনে এসে বেধেছে বিপত্তি।
১ম ইনিংসে ৬৮ রান করা সাকিব ব্যাটিং করার সময়ও অস্বস্তিতে ভুগছিলেন কিছুটা। তবে বোলিং করতে এসে বেশি অস্বস্তিতে পড়েন।
View this post on Instagram
ইনিংসের ৬ষ্ঠ ওভারে নিজের ৩য় ওভার করতে যেয়ে ব্যাথা অনুভব করেন সাকিব। দ্বিতীয় বলে ব্র্যাথওয়েটের হাকানো শট আটকাতে যেয়ে ব্যাথা পান তিনি। যদিও কিছুক্ষণ অপেক্ষা করে পরবর্তী বল করেন।
স্টাম্প মাইকে উইকেটরক্ষক লিটন দাসকে বলতে শোনা যায়- ‘ভাই (সাকিব) আপনার ডানে/বামে বল গেলে ধরার দরকার নেই, শুধু সোজা গেলে ধইরেন!’
এরপরেও বল হাতে আক্রমণে ছিলেন তিনি। মাঠ থেকে বের হওয়ার আগে করেন মোট ৬ ওভার। দিনের খেলা ১২ ওভার যখন বাকি তখন মাঠ ছাড়েন তিনি।
সাকিবের ইনজুরি নিয়ে খুব একটা ভাল খবর আসেনি। ম্যাচ শেষে বিসিবির দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন সাকিবের ইনজুরির আপডেট।
বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সাকিব অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে। বর্তমানে ভালো অনুভব করছে না। তবে এখনই শঙ্কার আশঙ্কা করা যাচ্ছে না। তিনি এখন ফিজিও’র তত্ত্বাবধায়নে রয়েছেন।’