

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হয়েছিল আগেই। গেলবছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি প্রকাশ করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সেখানে উল্লেখ ছিল ২০২১ সালের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের কথা। সেই সূচিতে বদল এনেছে তারা।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ১৩, ১৭ ও ২০ মার্চ ৩ টি ওয়ানডে খেলার কথা ছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের। ৩ ম্যাচের টি-টোয়েন্টি মাঠে গড়াত ২৩, ২৬ ও ২৮ মার্চ।
যা বদলে গেছে পুরোটাই। ১ সপ্তাহ বাদে ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, শেষ হবে ১ এপ্রিল।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
এনজেডসি জানায় করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারণেই বদল আনা হয়েছে সূচিতে। কোভিড প্রটোকল মেনে সফরকারীদের প্রস্তুতির সুযোগ তৈরি করার প্রয়াসে বদল এনেছে তারা।
সূচি বদলালেও বদলায়নি ভেন্যু। সিরিজ শুরুর আগে কুইন্সটাউনে ৫ দিনের ট্রেনিং ক্যাম্প করবে টাইগাররা।
সূচি বদলের কারণে বাংলাদেশ দলকে নিউজিল্যান্ডে বেশি সময় থাকতে হবে (আগের চেয়ে)।
View this post on Instagram
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের পরিবর্তিত সূচিঃ
১ম ওয়ানডে- ২০ মার্চ, ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডুনেডিন
২য় ওয়ানডে- ২৩ মার্চ, হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ
৩য় ওয়ানডে- ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
১ম টি-টোয়েন্টি- ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন
২য় টি-টোয়েন্টি- ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় টি-টোয়েন্টি- ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড।
There are new dates for our ODI and T20 series with @BCBtigers. The changes mean there are now more double-headers this summer with the @WHITE_FERNS! Details | https://t.co/sVy6NwKqIE #NZvBAN #NZvAUS pic.twitter.com/dQqJgKAufx
— BLACKCAPS (@BLACKCAPS) February 3, 2021
The @BLACKCAPS ODI against @BCBtigers originally scheduled for March 20 has been rescheduled for March 26 🏏
Patrons who have already purchased tickets have been notified of the amendments and their options, including full refunds if desired.
TICKETS | https://t.co/GUXFDXwYdZ pic.twitter.com/qFnzO1tWDF
— Basin Reserve (@BasinReserve) February 3, 2021