

পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাধের ইনজুরিতে পড়েছিলেন ওলি পোপ। ২০২০ সালের আগস্টে বাধানো ইনজুরি থেকে মুক্তি পেয়েছেন পোপ, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফিট প্রমাণিত হয়ে যুক্ত হয়েছেন স্কোয়াডে।
দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ইংল্যান্ডের মেডিক্যাল টিম তার অবস্থা নিয়ে সন্তুষ্ট, তাই তাকে যুক্ত করা হয়েছে স্কোয়াডে।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে থাকছেন পোপ। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান গেল দুই সপ্তাহ অনুশীলন করেছেন দলের সঙ্গেই। ১ম টেস্টের আগে আগামীকাল ইংল্যান্ড শেষবার অনুশীলন করবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
Welcome back, @OPope32! 👋
🇮🇳 #INDvENG 🏴
— England Cricket (@englandcricket) February 3, 2021