

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের জন্য বাংলাদেশের কন্ডিশনে স্পিন নিশ্চিতভাবে হুমকিস্বরুপ। আগামীকাল (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য হুমকি হতে পারেন ক্যারিবিয়ান অফ স্পিনার রাখিম কর্নওয়াল। মূলত টাইগার একাদশে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিপত্য বেশি বলেই কর্নওয়ালে যত ভয়। তবে টাইগার কাপ্তান মুমিনুল হক বলছেন এসব নিয়ে বাড়তি চিন্তা করতে চান না, প্রস্তুতি নিয়েছেন ভালো।
আফগানিস্তানের জন্য স্পিন নির্ভর উইকেট তৈরি করে ২০১৯ সালে চট্টগ্রামে উল্টো নিজেরাই ফাঁদে পড়ে বাংলাদেশ। সাকিব, তাইজুল, নাইমদের ঘূর্ণির বিপরীতে রাশিদ খান, জহির খান, কায়েস আহমেদের স্পিন বিষে নীল হয়ে বাংলাদেশকে হারতে হয়েছে ২২৪ রানের বড় ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিশ্চিতভাবে টাইগার স্পিনারদের দাপট থাকবে বেশি। কিন্তু প্রতিপক্ষের অফ স্পিনার রাখিম কর্নওয়াল কঠিন পরীক্ষা নিতে পারেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, সাদমান ইসলামদের মত বাঁহাতি ব্যাটসম্যানদের। ৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩ উইকেট শিকার করা কর্নওয়াল প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট।
সতর্ক বাংলাদেশ দলপতি মুমিনুল হক অবশ্য বলছেন বাড়তি কোন চিন্তা করতে চান না বাঁহাতি, ডানহাতি কম্বিনেশন ও কর্নওয়ালের অফ স্পিন নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে এসব মোকাবেলার সামর্থ্য থাকতে হবে বলে মত তার।
আজ (২ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘আমার মতে এটা (বাঁহাতি ব্যাটসম্যান ও রাখিম কর্নওয়াল) নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, বাঁহাতি স্পিনার, ডানহাতি স্পিনার থাকবেই। আপনাকে এসবের সাথে সামঞ্জস্য করার মত সামর্থ্য থাকতে হবে। এটা নিয়ে বাড়তি ভাবনা ভাবতে গেলে চলবে না। এ কারণেই এসব আমার কাছে চিন্তার কোন কারণ মনে হয়না। আন্তর্জাতিক ক্রিকেটে এসব মোকাবেলা করার মত সামর্থ্য আপনার থাকতে হবে।’
‘কর্নওয়ায়লের ব্যাপারে আমরা যারা আছি, খেলোয়াড় হিসেবে ভালো প্রস্তুতি নিয়েছি। যেটা বললাম তাকে সামলানোর ব্যাপারে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে নিচ্ছি। দেখেন আমাদের কি পরিকল্পনা সেটি আমরা যদি এখানেই বলে দিই, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’