

১ টি চারদিনের ম্যাচ, ৫ টি ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড উলভস দল। ১ মাসের লম্বা সফরে দুই ভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলবে সফরকারীরা।
১৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড থেকে ঢাকা পৌঁছে সেদিনই চট্টগ্রামে উড়ে যাবে আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি কোয়ারেন্টাইনে থাকবে তারা।
২২-২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। সেখানেও ২৬ ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র ৪ দিনের ম্যাচ।
৫, ৭ ও ৯ মার্চ একই ভেন্যুতে ৩ টি ওয়ানডে খেলবে তারা। ১০ মার্চ চার্টার বিমানে করে ঢাকা যাবে তারা। সেখানে অবস্থান করবে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে। ১২ ও ১৪ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ দুই ওয়নডে খেলবে তারা।
একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুইটি টি-টোয়েন্টি খেলবে তারা। ১৯ মার্চ ঢাকা থেকে আয়ারল্যান্ডে উড়ে যাবে তারা।
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সঙ্গে সুযোগ পাবেন হাই পারফরম্যান্স ইউনিটের সদস্যরা।
View this post on Instagram
আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ সফর ২০২১ এর সূচি-
একমাত্র ৪ দিনের ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি-১ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম ওয়ানডে- ৫ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় ওয়ানডে- ৭ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩য় ওয়ানডে- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪র্থ ওয়ানডে- ১২ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
৫ম ওয়ানডে- ১৪ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১ম টি-টোয়েন্টি- ১৭ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২য় টি-টোয়েন্টি- ১৮ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।