

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্যে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টেন লিগে অংশ নেওয়ার কারণে নেই পাকিস্তানের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ইনজুরিতে বাদ পড়লেন শাদাব খান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ওয়াসিম খান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেন।
ঘোষিত স্কোয়াডে নেই মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম। ইনজুরির কারণে ছিটকে গেলেন শাদাব খান। টি-টেন খেলতে দুবাইয়ে বায়ো-বাবলে আছেন হাফিজ। আর পারিবারিক কারণে ছুটিতে ইমাদ ওয়াসিম।
৩২ বছর বয়সী জাহিদ মেহমুদ, দামিশ আজিজ ও জাফর গোহার প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন। আমির ইয়ামিন, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, আসিফ আলিরা ফিরেছেন স্কোয়াডে।
আগামী ১১ ফেব্রুয়ারি লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াডঃ
বাবর আজম (অধিনায়ক), আমির ইয়ামিন, আমাদ বাট, আসিফ আলি, দানিশ আজিজ, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, জাফর গোহর ও জাহিদ মেহমুদ।
— Pakistan Cricket (@TheRealPCB) January 31, 2021