প্রস্তুতি ম্যাচের পুরো ফায়দাই লুটে নিল ওয়েস্ট ইন্ডিজ

প্রস্তুতি ম্যাচের পুরো ফায়দাই লুটে নিল ওয়েস্ট ইন্ডিজ
Vinkmag ad

প্রস্তুতি ম্যাচের পুরো ফায়দাই লুটে নিল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ (৩১ জানুয়ারি) শেষদিন প্রথম সেশন শেষে বিসিবি একাদশের বিপক্ষে সফরকারীদের লিড ৩৫৫ রান।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৫৭ রানের বিপরীতে বিসিবি একাদশ গুটিয়ে যায় ১৬০ রানে। ৯৭ রানে এগিয়ে থাকা ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিন শেষ করে ৫ উইকেটে ১৭৯ রানে।

২৭৬ রানের লিড নিয়ে আজ (৩১ জানুয়ারি) দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দিনের চতুর্থ ওভারেই হারায় ক্রুমাহ বোনারের উইকেট। আগের দিন ৮০ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটসম্যান খালেদ আহমেদের বলে ফিরেছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। নিজের নামের পাশে আজ আর কোন রান যোগ করতে পারেননি।

৭ রানের ব্যবধানে ফিরে যান নতুন ব্যাটসম্যান রাখিম কর্নয়ালও (৪)। মুকিদুল ইসলাম মুগ্ধের শর্ট বলে উড়িয়ে হুক করতে গিয়ে ধরা পড়েন মিড অনে তৌহিদ হৃদয়ের হাতে। তবে এরপরই জুটি জমিয়ে ফেলেন উইকেট রক্ষক জশুয়া ডা সিলভা ও রেমন রেফার। দুজনে মিলে অবিচ্ছেদ্য জুটিতে লাঞ্চের আগে যোগ করেন ৬৮ রান।

দুজনকে খুব একটা অস্বস্তিতে ফেলতে পারেনি বিসিবি একাদশের বোলাররা। ৯৯ বলে ২ চারে জশুয়া অপরাজিত আছেন ৩৯ রানে। অন্যদিকে রেফার অপরাজিত ৭৩ বলে ৩৫ রানে।

চট্টগ্রাম থেকে, ক্রিকেট৯৭ প্রতিবেদক

Read Previous

আফিফের ঝড়ো ব্যাটিং, বাংলা টাইগার্সের ১ম জয়

Read Next

রাজ্জাকের জন্য নান্নুর শুভকামনা

Total
10
Share