

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের হলেও দ্বিতীয় সেশনেই পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিসিবি একাদশ। একপাশে ক্যারিবিয়ান দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েটকে বাকি অন্য পাশে চলছে উইকেট উৎসব। প্রথম সেশনে ১ উইকেটে ৮৯ রান তোলা ক্যারিবিয়ানরা চা বিরতিতে গেল ৬ উইকেটে ১৮৬ তুলে।
৩২ রানে অপরাজিত থেকে লাঞ্চে যাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট লাঞ্চের পর তুলে নেন ফিফটি। খর্ব শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান এই ব্র্যাথওয়েটই। টেস্ট সিরিজ শুরুর আগে দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্রস্তুতিটা ভালোই সারছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
ওপেনার জন ক্যাম্পবেলের সাথে ৬৭ রানের জুটির পর শ্যাইনে মোসেলেকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন আরও ৪৩ রান। শুরুতে পেসার খালেদ আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধের বলে কিছুটা অস্বস্তিতে পড়া ক্যারিবিয়ানরা অবশ্য প্রথম দুই উইকেট হারায় ভয়ের জায়গা স্পিনে। ৪৪ রান করা ওপেনার জন ক্যাম্পবেল লাঞ্চের আগে প্রথম শিকার হয়ে ফিরেছেন ৪৪ রান করে।
লাঞ্চের পর শাইনে মোসেলে কে দিয়ে নিয়মিত উইকেট শিকারে নামে বিসিবি একাদশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হন মোসেলে (১৫)। রিশাদের দেখানো পথে সাফল্য পেতে থাকেন পেসার খালেদও। তার লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্রুমাহ বোনারের (২) দারুণ ক্যাচ নেন বিসিবি একাদশ অধিনায়ক নুরুল হাসান সোহান।
দ্রুত ফিরে গেছেন ক্যারিবিয়ান টেস্ট দলের সহ অধিনায় জার্মেইন ব্ল্যাকউড ও কাভেম হজও। খালেদের দ্বিতীয় শিকার হয়ে হজ ফিরেছেন খালি হাতে। রিশাদের বলে ইয়াসির আলি চৌধুরীর হাতে ক্যাচ দেন ব্ল্যাকউড (৯)। ২১ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় সফরকারী দলটি।
উইকেট রক্ষক জশুয়া ডা সিলভাকে নিয়ে ১৩১ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে আবারও পথ দেখানোর চেষ্টা ব্র্যাথওয়েটের। তবে জুটিতে ৩৪ রানের বেশি যোগ করতে পারেনি দুজন। পার্ট টাইম অফ স্পিনার সাইফ হাসানের বলে ডা সিলভা (২০) ফিরেছেন রিশাদকে ক্যাচ দিয়ে। শেষ পর্যন্ত চা বিরতির আগে ১৮৬ রানে থামে ক্যারিবিয়ানরা। ৬ উইকেটে এই সংগ্রহের পথে ৭২ রানে অপরাজিত আছেন ব্র্যাথওয়েট, তাকে সঙ্গ দেওয়া কাইল মায়ের্স অপরাজিত ২০ রানে।