

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার হেইডেন ওয়ালশ জুনিয়র টানা দুইটি করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন। শেষ হয়েছে তার আইসোলেশন এবং তার ভ্রমন বাঁধা।
বাংলাদেশে এসে করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন হেইডেন ওয়ালশ জুনিয়র। ওয়ানডে সিরিজ শুরু হবার আগে করোনা পজিটিভ প্রমাণিত হওয়া এই ক্রিকেটার ঢাকায় ছিলেন সেলফ আইসোলেশনে, মেডিকেল প্রটোকল মেনে।
করোনা থেকে সেরে ওঠা ওয়ালশকে বাংলাদেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়। ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে মঙ্গলবার তিনিও বাংলাদেশ ছেড়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
View this post on Instagram
বাংলাদেশ থেকে হেইডেন ওয়ালশ জুনিয়র যাবেন অ্যান্টিগা। সেখানে লিওয়ার্ড আইল্যান্ডস হারিকেন্সের হয়ে খেলবেন সুপারফিফটি কাপ। ৭ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যান্টিগায় মাঠে গড়াবে সুপারফিফটি।