

সাকিব আল হাসানের কুঁচকির চোট এখনো পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত হতে ২৮ জানুয়ারি করানো হবে স্ক্যান। তবে আগের তুলনায় কমেছে ব্যথা।
দলের সাথে থাকা বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী ‘ক্রিকেট৯৭’ কে মুঠোফোনে বলেন, ‘এখনো পর্যবেক্ষণেই আছেন (সাকিব)। এখনই কিছু বলা যাচ্ছেনা, মেডিসিন চলছে। এখন ব্যথা কিছুটা কমেছে। এর মধ্যে দেখা যাক উনার ব্যথা কতটা কমে, বা কি অবস্থা দাঁড়ায়।’
‘আসলে এসব ক্ষেত্রে ৪৮ ঘন্টার আগে পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যায়না। তবে চিকিৎসকের পরামর্শে আমরা ২৮ তারিখ স্ক্যান করানোর জন্য সময় নিয়েছি। ব্যথা কমলেও পরিস্থিতি নিশ্চিত হতে স্ক্যানটা আমরা করিয়ে রাখবো, কোন ঝুঁকি রাখতে চাচ্ছিনা।’
গতকাল (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ নিশ্চিত হওয়া ম্যাচে নিজের পঞ্চম ওভার করতে গিয়ে চোটে পড়েন সাকিব। ওভারের চতুর্থ বলে ফলো থ্রুতে রান আঁতকাতে গিয়ে কুঁচকিতে চোট পান। পরবর্তীতে ৫ম বলে ব্যথা অনুভব করলে মাটিতে শুয়ে পড়েন।
ব্যথায় কাতরাতে থাকা সাকিবকে দেখতে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে হয় টাইগার অলরাউন্ডারকে, মাঠে নামতে পারেননি ম্যাচের বাকি অংশে।
ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার জেতা সাকিব আল হাসান জানিয়েছিলেন ভালো বোধ করছিলেন না তিনি। যদিও ২৪ ঘন্টা পর অবস্থা ভালো ভাবে বুঝতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি।