

রহমত শাহ’র অপরাজিত সেঞ্চুরিতে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। টানা দুই জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আজগর আফগানের দল।
১০ চার ও ২ ছয়ে ১০৯ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন রহমত শাহ। তার ব্যাটিংয়ের কল্যাণে আইরিশদের ছুঁড়ে দেওয়া ২৬০ রানের টার্গেট ২৮ বল হাতে রেখে অনায়াসে অতিক্রম করে আফগানরা। এর ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
View this post on Instagram
হাশমতউল্লাহ শহিদিকে নিয়ে ৩য় উইকেটে ১৮৪ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত্তি মজবুত করেন রহমত। শাহিদি ১০০ বলে ৮২ রান করেন। অধিনায়ক আজগর আফগান ২১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
শুরুতে টসে জিতে আইরিশরা প্রথমে ব্যাটিং নেয়। পল স্টারলিংয়ের ১৩২ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৯ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। আফগান বোলার নাভিন উল হক ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ২৫৯/৯ (৫০), স্টারলিং ১২৮, ক্যামফার ৪৭, টেক্টর ২৪; নাভিন ১০-০-৪২-৪, মুজিব ১০-০-৪৬-৩
আফগানিস্তানঃ ২৬০/৩ (৪৫.২), রহমত ১০৩*, শহিদি ৮২, গুরবাজ ৩১; ক্যাম্ফার ৪-০-২৮-১, সিমি ৮.২-০-৪৪-১
ফলাফলঃ আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ রহমত শাহ (আফগানিস্তান)।