

গলে আগামীকাল (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ সেরা একাদশ ঘোষণা করেছে সফরকারীরা।
১ম টেস্টের একাদশে থাকা স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়েছে ইংলিশ ম্যানেজমেন্ট। স্টুয়ার্ট ব্রডের জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে ঢুকেছেন জিমি অ্যান্ডারসন।
২ ম্যাচ সিরিজের ১ম টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছে জো রুটের দল। সেই ম্যাচে দুই ইনিংস মিলে ৩ উইকেট পেয়েছিলেন ব্রড।
View this post on Instagram
দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ-
ডম সিবলি, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কারেন, ডমি বেস, জ্যাক লিচ, মার্ক উড ও জিমি অ্যান্ডারসন।
We’ve named our XI for the 2nd Test! 🏏
🇱🇰 #SLvENG 🏴
— England Cricket (@englandcricket) January 21, 2021
আগামীকাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টা থেকে।