ইনজুরিতে ছিটকে গেলেন পুকোভস্কি, একাদশে হ্যারিস

উইল পুকোভস্কি
Vinkmag ad

কাঁধের চোটের জন্য ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন উইল পুকোভস্কি। ব্রিসবেনের চতুর্থ টেস্টে তাকে দলে রাখা হচ্ছে না, এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। সিডনি টেস্টে অভিষেক হওয়া পুকোভস্কির জায়গায় ব্রিসবেন টেস্টের সেরা একাদশে ডাক পেলেন ওপেনার মার্কাস হ্যারিস।

সিডনিতে তৃতীয় টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান পুকোভস্কি। ব্যথা নিয়ে দ্রুত মাঠ ছাড়েন, সেই দিন এরপর আর মাঠে ফিল্ডিং করতে নামেননি তিনি। সিডনি টেস্টের পঞ্চম দিনের বাকি পুরোটা সময় পুকোভস্কির জায়গায় ফিল্ডিং করেন শন অ্যাবট।

টেস্ট সিরিজ শুরুর আগেই প্রস্তুতি ম্যাচে মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে পড়েছিলেন উইল পুকোভস্কি। খেলতে পারেননি প্রথম দুই টেস্ট। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি তৃতীয় টেস্টে খেলতে নেমে আবারও পড়েন ইনজুরিতে। এবার ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই।

শেষবার সাদা পোশাকে মার্কাস হ্যারিস খেলেছিলেন ২০১৯ সালের অ্যাশেজ সিরিজে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে মাঠে নামবেন ভিক্টোরিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান। জো বার্নস বাদ পড়ার পরে এবার উইল পুকোভস্কির ইনজুরি। প্রাথমিক দলে এখন দু’জন ওপেনারই আছেন। তাই ব্রিসবেনে ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিংয়ে নামবেন মার্কাস হ্যারিসই। যদিও চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে তিনি ছিলেন। প্রথমদিকে চোটে আক্রান্ত হওয়া উইল পুকোভস্কি ও ডেভিড ওয়ার্নারের জায়গায়। কিন্তু প্রথম তিন টেস্ট খেলতে পারেননি হ্যারিস।

চতুর্থ ও শেষ টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশঃ

ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিন, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

আগামীকাল ১৫ই জানুয়ারি (শুক্রবার) ব্রিসবেনে শুরু হবে বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। ১-১ ব্যবধানে সিরিজ রয়েছে সমতায়। শেষ টেস্ট যারা জিতবে তাঁদের হাতেই ওঠবে ট্রফি।

৯৭ ডেস্ক

Read Previous

তরুণদের উপর বিশ্বাস রেখে ১ম জয়ের খোঁজে অধিনায়ক ব্র্যাথওয়েট

Read Next

বিকেএসপিতে তামিম-মাহমুদউল্লাহ একাদশের ম্যাচ শুরু

Total
1
Share