

মেলবোর্ন টেস্টে (৩য় দিন) কাফ মাসলের ইনজুরিতে পড়েন ভারতীয় পেসার উমেশ যাদব। স্ক্যান করে জানা যায় বোর্ডার গাভাস্কার সিরিজের বাকি অংশে আর খেলার সুযোগ নেই তার।
অল ইন্ডিয়া সিলেকশন কমিটি উমেশ যাদবের বিকল্প হিসাবে থাঙ্গারাসু নটরাজনের নাম ঘোষণা করেছে। এর আগে বক্সিং ডে টেস্টের পূর্বে শারদুল ঠাকুর মোহাম্মদ শামির বিকল্প হিসাবে দলে সুযোগ পান।
মোহাম্মদ শামি ও উমেশ যাদব তাদের পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) তে।
এদিকে কোয়ারেন্টাইন শেষ করে রোহিত শর্মা যোগ দিয়েছেন ভারতীয় শিবিরে। শেষ দুই টেস্টে রোহিত শর্মা থাকবেন ভারতের সহ অধিনায়ক। মেলবোর্ন টেস্টে আজিঙ্কা রাহানের ডেপুটি ছিলেন চেতেশ্বর পুজারা।
ভারতীয় স্কোয়াডঃ
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), জাসপ্রীত বুমরাহ, নবদ্বীপ সাইনি, কুলদ্বীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর ও থাঙারাসু নটরাজন।