নিউজিল্যান্ডের স্কোয়াডে ঢুকলেন ম্যাট হেনরি

নিউজিল্যান্ডের স্কোয়াডে ঢুকলেন ম্যাট হেনরি
Vinkmag ad

ডানহাতি পেস বোলার ম্যাট হেনরি নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াডে নেইল ওয়াগনারের স্থলাভিষিক্ত হয়েছেন। ৩ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী পাকিস্তান। ইনজুরিতে ছিটকে গেছেন ওয়াগনার, স্কোয়াডে অন্তর্ভূক্ত হয়েছেন হেনরি।

১ম টেস্টে শাহীন শাহ আফ্রিদির করা বল পদাঙ্গুলিতে লাগে নেইল ওয়াগনারের। ডান পায়ের দুই আঙ্গুল ভেঙে যায় ওয়াগনারের। ভাঙা পদাঙ্গুলি নিয়েই বল করেন তিনি, পান উইকেটও।

নিউজিল্যান্ড ক্রিকেট ওয়াগনারের বিকল্প দলে নেওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে জানায়, ‘হেনরি ওয়াগনারের জায়গা নিচ্ছে। ওয়াগনারের ডান পায়ের ভাঙা চতুর্থ ও পঞ্চম আঙ্গুল সেরে উঠছে।’

আগামী ৬ সপ্তাহের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন নেইল ওয়াগনার।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড মনে করেন ম্যাট হেনরির অভিজ্ঞতা স্কোয়াডে কাজে দিবে।

২য় টেস্টের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াডঃ

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) ও উইল ইয়াং।

৯৭ ডেস্ক

Read Previous

নতুন বছরে পাকিস্তানের ১০ দ্বিপাক্ষিক সিরিজ

Read Next

পিসিবি অ্যাওয়ার্ডস ২০২০: নমিনেশন পেয়েছেন যারা

Total
2
Share