স্মিথ-কোহলিকে টপকে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উইলিয়ামসন

ভিরাট কোহলিকে ধরে ফেললেন কেন উইলিয়ামসন
Vinkmag ad

আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থানে ওঠে আসলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজের সিংহাসন ধরে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, এক থেকে গেলেন তিনে। আগের অবস্থান দুই নম্বরেই রয়ে গেলেন ভিরাট কোহলি।

পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া টেস্টে ১ম ইনিংসে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আর তাতেই স্মিথ, কোহলিকে টপকে প্রথম স্থানে ওঠে আসনে কেন। ১ নম্বরে থাকা স্মিথ গেলেন তিনে। কোহলি আছেন আগের অবস্থান দুই নম্বরেই।

৮৯০ রেটিং নিয়ে ১ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন কেন উইলিয়ামসন। দুইয়ে থাকা কোহলির অর্জিত রেটিং পয়েন্ট ৮৭৯। তৃতীয় স্থানে নেমে আসা স্টিভ স্মিথের (৮৭৭ রেটিং), কোহলির ঘাড়েই নিশ্বাস ফেলছেন স্মিথ।

স্বপ্নের ফর্মে বিরাজ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ডিসেম্বরের শুরুতে উইন্ডিজের বিরুদ্ধে সেডন পার্কে দ্বিশতরান হাঁকানোর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি এল কিউই অধিনায়কের ব্যাট থেকে। মাউন্ট মাউঙ্গানুইয়ে টেস্ট ক্যারিয়ারের ২৩তম শতক পূর্ণ করে উইলিয়ামসন পৌঁছালেন টেস্ট ক্রিকেটের সেরা র‍্যাংকে।

অপরদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বড় কোনো ইনিংস খেলতে না পেরে নিচে নেমে গেলেন স্টিভ স্মিথ।

মেলবোর্ন টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে দিয়েছেন বড় লাফ। পাঁচ ধাপ এগিয়ে ঢুকলেন সেরা দশের ৬ নম্বর অবস্থানে। র‍্যাংকিংয়ে এগিয়েছেন রস টেইলর, ডিন এলগার, ফাফ ডু প্লেসিস, এইডেন মার্করাম, রবীন্দ্র জাদেজা।

টেস্ট র‍্যাংকিংঃ ব্যাটিং (প্রকাশিত, ৩১ ডিসেম্বর ২০২০)

১. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৯০ রেটিং
২. ভিরাট কোহলি (ভারত)- ৮৭৯ রেটিং
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৭৭ রেটিং
৪. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৫০ রেটিং
৫. বাবর আজম (পাকিস্তান)- ৭৮৯ রেটিং
৬. আজিঙ্কা রাহানে (ভারত)- ৭৮৪ রেটিং
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৭৭ রেটিং
৮. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৭৬০ রেটিং
৯. জো রুট (ইংল্যান্ড)- ৭৩৮ রেটিং
১০. চেতেশ্বর পুজারা (ভারত)- ৭২৮ রেটিং

৯৭ ডেস্ক

Read Previous

দল ছাড়লেন ফখর, ড্রাফট থেকে ভিড়বেন অন্য দলে

Read Next

ওয়ার্নারকে ঝুঁকি নিয়ে খেলানোর পরিকল্পনা

Total
26
Share