‘পরিশ্রম ও ডেডিকেশন দিয়ে অনেককে ভুল প্রমাণ করেছ’

'পরিশ্রম ও ডেডিকেশন দিয়ে অনেককে ভুল প্রমাণ করেছ'
Vinkmag ad

পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ফাওয়াদ আলমের দারুণ ইনিংসের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি মনে করেন ৩৫ বছর বয়সী ফাওয়াদ পরিশ্রম ও ডেডিকেশন দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পেরেছেন।

বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের শেষ দিনে সেঞ্চুরি করেন ফাওয়াদ আলম। ২৬৯ বলে খেলেন ১০২ রানের ইনিংস। ইনিংসের প্রশংসা করেন হাফিজ।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

টুইটারে তিনি লেখেন, ‘তোমার কঠোর পরিশ্রম, ডেডিকেশন ও সহনশীলতা অনেককেই ভুল প্রমাণ করেছে। তোমার প্রতি শ্রদ্ধা। খুবই ভাল করেছ, দ্বিতীয় টেস্ট শতকের জন্য অভিনন্দন।’

বে ওভালে পাকিস্তান হারলেও হাফিজ মনে করেন ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াবে ফাওয়াদ-রিজওয়ানরা।

৯৭ ডেস্ক

Read Previous

গিল-সিরাজদের তৈরিতে আইপিএলের বড় অবদানঃ শাস্ত্রী

Read Next

দল ছাড়লেন ফখর, ড্রাফট থেকে ভিড়বেন অন্য দলে

Total
1
Share