

পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ফাওয়াদ আলমের দারুণ ইনিংসের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি মনে করেন ৩৫ বছর বয়সী ফাওয়াদ পরিশ্রম ও ডেডিকেশন দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পেরেছেন।
বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম টেস্টের শেষ দিনে সেঞ্চুরি করেন ফাওয়াদ আলম। ২৬৯ বলে খেলেন ১০২ রানের ইনিংস। ইনিংসের প্রশংসা করেন হাফিজ।
View this post on Instagram
টুইটারে তিনি লেখেন, ‘তোমার কঠোর পরিশ্রম, ডেডিকেশন ও সহনশীলতা অনেককেই ভুল প্রমাণ করেছে। তোমার প্রতি শ্রদ্ধা। খুবই ভাল করেছ, দ্বিতীয় টেস্ট শতকের জন্য অভিনন্দন।’
Ur Hard work,Dedication & Resilience proved many many wrong. Respect ❤️ Well done & congratulations @iamfawadalam25 on scoring 2nd Test ???? ???????????????????????? pic.twitter.com/5zGXpRmaBT
— Mohammad Hafeez (@MHafeez22) December 30, 2020
বে ওভালে পাকিস্তান হারলেও হাফিজ মনে করেন ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াবে ফাওয়াদ-রিজওয়ানরা।
Team Pakistan ???????? proud of U on showing a great resilient attitude & fought hard till end. Strong Character shown Stay strong & come back harder @iMRizwanPak @iamfawadalam25 @captainmisbahpk @YounusK75 @waqyounis99 #PakvsNz
— Mohammad Hafeez (@MHafeez22) December 30, 2020