

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট খেলা। ঘরে পরিবারের সঙ্গে সময় কাটানো ডেভিড ওয়ার্নার সবাইকে বিনোদিত করেছেন টিকটক ভিডিও’র মাধ্যমে। লকডাউনে ওয়ার্নারের টিকটক ভিডিও’র প্রশংসা করেছেন অনেকেই।
আইসিসি সম্প্রতি ঘোষণা করেছে দশকসেরা ক্রিকেটারদের নাম। দশকসেরা ক্রিকেটার হয়েছেন ভিরাট কোহলি। টেস্টে দশক সেরা হয়েছেন স্টিভ স্মিথ, টি-টোয়েন্টিতে দশক সেরা হয়েছেন রাশিদ খান।
সেখানে কোন পুরস্কার না পেলেও ওয়ার্নার নিজেকে দশকসেরা পুরুষ টিকটকার বলে দাবি করেছেন। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে বলেছেন যৌথ বিজয়ী!
View this post on Instagram
এছাড়া ভিরাট কোহলির খেলার ক্লিপে নিজের মাথা জুড়ে দিয়ে এক ভিডিও পোস্ট করেছেন তিনি।
View this post on Instagram
বার্নস আউট, ওয়ার্নার-পুকভস্কি ইনhttps://t.co/UdduIjDOh4
— Cricket97 (@cricket97bd) December 30, 2020