• জুন ১০, ২০২৩

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
Vinkmag ad

২০২১ সালের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ফরম্যাটের স্কোয়াডে নেই বড় কোন নাম।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজের (টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ) জন্য ভিন্ন ভিন্ন স্কোয়াড দিয়েছে উইন্ডিজরা।

কোভিড-১৯ ইস্যুতে ব্যক্তিগত ভয়ে বাংলাদেশ সফরে আসতে চাননি জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার।

ব্যক্তিগত কারণে আসতে চাননি নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।

বাংলাদেশ সফরে ক্যারিবীয়দের টেস্ট দলের নেতৃত্বে থাকবেন ক্রেইগ ব্র্যাথওয়েট, তার ডেপুটি জার্মেইন ব্ল্যাকউড। ওয়ানডেতে জেসন মোহাম্মেদ থাকবেন অধিনায়ক হিসাবে, সহ অধিনায়ক সুনীল অ্যামব্রিস।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডঃ

ক্রেইগ ব্র‍্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাখিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলঝারি জোসেফ, কাইল মায়ের্স, শেন মোসলে, ভেরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াডঃ

জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ অধিনায়ক), রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলঝারি জোসেফ, জাইল মায়ের্স, আন্দ্রে ম্যাককার্থি, কর্ন ওটলে, রবম্যান পাওয়েল, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্নাঙ্গ সূচি-

ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় আসবে- ১০ জানুয়ারি, ২০২১

ওয়ানডে প্রস্তুতি ম্যাচ- ১৮ জানুয়ারি, ২০২১, বিকেএসপি, সাভার

১ম ওয়ানডে- ২০ জানুয়ারি, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
২য় ওয়ানডে- ২২ জানুয়ারি, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
৩য় ওয়ানডে- ২৫ জানুয়ারি, ২০২১, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

চার দিনের প্রস্তুতি ম্যাচ, ২৮-৩১ জানুয়ারি, ২০২১, এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

১ম টেস্ট- ৩-৭ ফেব্রুয়ারি, ২০২১, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট- ১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা

৯৭ প্রতিবেদক

Read Previous

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে হারাল দক্ষিণ আফ্রিকা

Read Next

যেকারণে বাংলাদেশে আসছেন না হোল্ডার-পোলার্ডরা

Total
40
Share