১০ বছর আগের টুইট শেয়ার করে কোহলির আবেগী বার্তা

featured photo1 72
Vinkmag ad

আইসিসির দশক সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর ১০ বছর আগের একটি টুইট শেয়ার করলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ২০১০ সালে করা ঐ টুইটটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

টুইটটি শেয়ার করার পর কোহলি তার সমর্থকদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ দশকে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য সোমবার আইসিসির দশক সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন কোহলি।

ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক ভিরাট কোহলি পেয়েছেন একাধিক খেতাব। আইসিসি দশকসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন তিনি। এছাড়া আইসিসি দশকসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন তিনি।

দশকের যে সময়টা আমলে নেওয়া হয়েছে সেই সময়ে সব ফরম্যাট মিলে ২০৩৯৬ রান করেছেন কোহলি। ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য কোহলি ছিলেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী (২০১৩) দলেও। ২০১৭ ও ২০১৮ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি।

২০১০ সালে ১৬ মার্চের ঐ টুইটে কোহলি লিখেছিলেন, ‘আমার দলের হয়ে অনেক রান করার জন্য উন্মুখ হয়ে আছি।’ টুইটটি শেয়ার করে কোহলি সামাজিক মাধ্যমে লিখেন, ‘১০ বছর আগের এই টুইটটি আমি শেয়ার করছি, যা আমাকে আশাবাদী করেছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারে এটা বুঝতে পেরেছি যে, যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন এবং ঠিকভাবে খেলাটা খেলতে পারি, তবে যেকোন স্বপ্নই আপনি অর্জন করতে পারবেন।’

এদিকে আইসিসির দশক সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং সেনসেশন স্টিভ স্মিথ এবং টি-টোয়েন্টিতে সেরা হয়েছেন আফগানিস্তানের স্পিন জাদুকর রাশিদ খান। ২০১১ নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের ইয়ান বেলকে নাটকীয় রান আউট থেকে ফিরিয়ে আনার জন্য ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি পেয়েছে আইসিসির স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড।

৯৭ ডেস্ক

Read Previous

মেলবোর্নে ভারতের অস্ট্রেলিয়া বধ

Read Next

হতাশ ডু প্লেসিস বলছেন এটা প্রমাণ হয়ে থাকবে

Total
1
Share