

মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন ফাফ ডু প্লেসিস। তবে চালকের আসনে ঠিকই আছে তার দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক প্রোটিয়ারা তাদের ১ম ইনিংস শেষ করে ৬২১ রানে। ২২৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করতে নেমে সফরকারী শ্রীলংকা ৩য় দিন শেষে ৬৫ রানে ২ উইকেট হারিয়ে বসে। লঙ্কানরা এখনও পিছিয়ে রয়েছে ১৬০ রানে।
সেঞ্চুরিয়ানে ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে ৩য় দিন শুরু করে প্রোটিয়ারা। আগের দিন ডু প্লেসিস হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও টেম্বা বাভুমা ৪১ রানে অপরাজিত ছিলেন।এদিন দ্রুতই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চমৎকার খেলতে থাকা বাভুমা ৭১ রান করে দাসুন শানাকার বলে আউট হয়ে যান। ভেঙে যায় ডু প্লেসিসের সাথে ৫ম উইকেটে ১৭৯ রানের জুটি।
শ্রীলঙ্কার বিপক্ষে লিড নিশ্চিত করেই বিদায় নেন তিনি। বোলিংয়ে ৩ উইকেট পাওয়া তরুণ উইয়ান মুলডার ব্যাট হাতেও পারফর্ম করেন। অন্যদিকে ডু প্লেসিস লাঞ্চের আগেই ১৫১ বলে ১৫ চারের সহায়তায় নিজের শতরান পূর্ণ করেন। মুলডারের সাথে ৭৭ রানের জুটিও গড়েন তিনি। ৩৬ রান করে মুলডার আউট হন। এরপর কেশব মহারাজকে সাথে নিয়ে আরও আগ্রাসী ব্যাটিং উপহার দেন ডু প্লেসিস।
২০৫ বলে ১৫ চারের সহায়তায় নিজের ১ম ১৫০ রান পূর্ণ করেন ডু প্লেসিস। দ্বি-শতক থেকে মাত্র ১ রান দূরে থাকতে ওয়ানিন্দু হাসারাঙ্গার বল তুলে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন ডু প্লেসিস। ২৭৬ বলে ২৪ চার হাঁকিয়ে ১৯৯ রানের অসাধারণ ইনিংস সাজান দক্ষিণ আফ্রিকার সদ্য সাবেক টেস্ট অধিনায়ক। মহারাজের সাথে ১৩৩ রানের জুটিও গড়েন তিনি। জুটি গড়ার পথে মহারাজও নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন।
View this post on Instagram
ডু প্লেসিসের বিদায়ের পর দ্রুতই উইকেটের পতন ঘটতে থাকে প্রোটিয়াদের। মাত্র ১২ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় তারা। ৬২১ রানে শেষ হয় তাদের ইনিংস। মহারাজ ১০৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।
লঙ্কানদের পক্ষে হাসারাঙ্গা ৪টি এবং বিশ্ব ফার্নান্ডো ৩ উইকেট নেন।
২২৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে সফরকারী শ্রীলঙ্কা। ইনিংসের ৩য় ওভারে অধিনায়ক দিমুথ করুণারত্নেকে হারিয়ে বসে লঙ্কানরা। ৫ম ওভারে কোন রান না করে বিদায় নেন কুশল মেন্ডিস। ২টি উইকেটই নেন লুঙ্গি এনগিডি। ২২ রানে ২ উইকেট হারানোর পর দিনের বাকিটা সময় আর কোন বিপদ ঘটতে দেননি কুশল পেরেরা এবং দীনেশ চান্দিমাল। ২ উইকেটে ৬৫ রান করে ৩য় দিন শেষ করে লঙ্কানরা। ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৬০ রান করতে হবে তাদের। পেরেরা ৩৩ এবং চান্দিমাল ২১ রানে অপরাজিত আছেন।
এর আগে শ্রীলঙ্কা তাদের ১ম ইনিংস ৩৯৬ রানে শেষ করেছিল।
সংক্ষিপ্ত স্কোরঃ ৩য় দিন শেষে
দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসঃ ৬২১/১০ (১৪২.১), ডু প্লেসিস ১৯৯, এলগার ৯৫, মহারাজ ৭৩, বাভুমা ৭১, মার্করাম ৬৮; হাসারাঙ্গা ৪৫-৫-১৭১-৪, ৩১.১-৩-১২৯-৩, শানাকা ২৮.৫-২-৯৮-২
শ্রীলংকার ২য় ইনিংসঃ ৬৫/২ (১২), কুশল পেরেরা ৩৩*, চান্দিমাল ২১*; এনগিডি ৬-০-২৮-২